পুজোর আগেই বেরিয়ে গেল এসএসসির বিজ্ঞপ্তি, নিয়োগ ২০ হাজার, জেনে নিন আবেদনের পদ্ধতি

নিউজ ডেস্ক-শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একাধি মামলা চলছে হাইকোর্টে। অন্যদিকে, দীর্ঘদিন টালবাহানার পর, নতুন বিজ্ঞপ্তি জারি করলো স্টাফ সিলেকশন কমিশন। কেন্দ্রের তরফে জানানো হয়েছে প্রায় ২০ হাজার নিয়োগ করা হবে এসএসসি। কথা ছিল পুজোর আগেই বেরোবে বিজ্ঞপ্তি সেই মতো কথা রাখল সরকার। ইতিমধ্যে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। পুরুষ ও মহিলা সকলের আবেদন করতে পারবেন।

নিয়োগ করবে: স্টাফ সিলেকশন কমিশন
মোট শূন্যপদ: অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে সর্বমোট ২০ হাজার।
মূল বেতন: মাসে ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত।

বয়স: বয়স হতে হবে অবশ্যই ২০ থেকে ৩০ বছরের মধ্যে তবে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা: SSC তে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই গ্রাজুয়েশন পাস হতে হবে।

আবেদন পদ্ধতি: যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন জানাবেন অনলাইনে। অনলাইনে আবেদন যাঁরা করবেন তাদের সুবিধার্থে নিচে আবেদন পদ্ধতি Step-by-Step আলোচনা করা হলো-

  1. প্রথমে চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  2. রেজিস্ট্রেশনের পর চাকরিপ্রার্থীদের একটি আইডি নম্বর দেওয়া হবে সেই আইডি নম্বর দিয়ে ও Date of Birth দিয়ে চাকরিপ্রার্থীরা লগ ইন করতে পারবেন।
  3. চাকরিপ্রার্থীদের যাবতীয় ব্যক্তিগত তথ্য যেমন- নাম, পিতার নাম, বয়স ইত্যাদি দিয়ে মূল ফর্মটি ফিলাপ করতে হবে।
  4. ব্যক্তিগত তথ্য পূরণ হলে, চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
  5. এরপর চাকরিপ্রার্থীদের ফটো ও সিগনেচার আপলোড করতে হবে । ফটো ও সিগনেচার আগাম স্ক্যান করে রাখতে হবে।
  6. সব শেষে আবেদন মূল্য জমা করতে হবে এবং আবেদন পত্রটি ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতে হবে।

নিয়োগ পদ্ধতি: এসএসসি পরীক্ষায়, প্রথমে চাকরি প্রার্থীদের MCQ টাইপের লিখিত পরীক্ষা দিতে হবে। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাদের পরবর্তীকালে আরও পরীক্ষা দিতে হবে নিয়মানুসারে। অবশেষে যারা পাস করবেন, তাঁদের পুলিশ ভেরিফিকেশনের পর নিয়োগপত্র দেওয়া হবে।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ: ইতিমধ্যে এখানে সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন এবং এই আবেদন গ্রহণ করা হবে ৮ ই অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত।

যাঁরা এই পরীক্ষার জন্য আবেদন করবেন, তাঁরা অফিসিয়াল নোটিফিকেশন পড়ে ও বুঝে নিয়ে আবেদন করবেন। অফিসিয়াল বিজ্ঞপ্তি লিঙ্ক

অনলাইন আবেদনের জন্য লিঙ্কে ক্লিক করুন।

About Unlive

Check Also

চাকরির বাজারে সুখবর! উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় ৯২,০০০ টাকা বেতনে বিপুল শূন্যপদে সারা দেশ জুড়ে গ্ৰুপ-‘সি’ পদে কর্মী নিয়োগ! এক্ষুনি আবেদন করুন

  সারা দেশ জুড়ে বেকার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকসান কমিশনের তরফ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *