পঞ্চায়েতে দলের প্রার্থী খুঁজতে জেলা সফরে কেন্দ্রীয় নেতারা

বিশেষ রাজনৈতিক সংবাদদাতা :  পঞ্চায়েতে সেখানে প্রার্থী খুঁজে পেতেও কার্যত হিমশিম খাচ্ছে বঙ্গ বিজেপি। বহু আসনে  প্রার্থী পাওয়া নিয়ে সংশয়ে রাজ্য নেতারা। তাই এবার বুথ সংগঠনের হাল দেখতে ও পঞ্চায়েতে দলের প্রার্থী খুঁজতে রবিবার থেকেই জেলা সফর শুরু করছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা। বুথস্তরে সংগঠনের অস্তিত্ব কতটা আছে, সংগঠনের অবস্থা কীরকম তা দেখতে জেলায় জেলায় যাচ্ছেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসল, মঙ্গল পান্ডেরা। একইসঙ্গে প্রার্থীর বিষয়টিও দেখবেন তাঁরা।

রবিবার উত্তরবঙ্গ থেকে সাংগঠনিক বৈঠক শুরু করছেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসল। উত্তরবঙ্গের ৬টি সাংগঠনিক জেলার নেতাদের সঙ্গে তিনি বৈঠকে বসতে চলেছেন। কোচবিহার ও আলিপুরদুয়ারকে আপাতত বাইরে রাখা হয়েছে। ২০১৯—এ উত্তরবঙ্গে বিজেপি ভাল ফল করলেও, ২০২১—এর বিধানসভা ভোটে এবং তারপর একাধিক নির্বাচনে উত্তরবঙ্গেও জমি শক্ত করছে তৃণমূল। উত্তরবঙ্গে জমি আলগা হচ্ছে বিজেপির। তাই প্রথমেই উত্তরবঙ্গ দিয়ে জেলা সফর শুরু করছেন সুনীল বনসল। আজ, কাল ও পরশু উত্তরবঙ্গে বৈঠক করবেন তিনি। এদিকে, পঞ্চায়েত ভোটে নয়া কৌশল নিয়েছে গেরুয়া শিবির। মনোনয়নের সময় প্রার্থীদের সঙ্গে থাকবেন দলের সাংসদ ও বিধায়করা। ওই সময়ে নিজেদের এলাকায় সাংসদ ও বিধায়কদের থাকতে বলা হয়েছে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস করবে শাসকদল। 


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *