নিউজ ডেস্ক : স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে একের পর এক মাইলস্টোন পেরোনোর লক্ষ্যে অবিচল মোদি সরকার। ‘ডিজিটাল ইন্ডিয়া’র স্বপ্নপূরণ করতে ফের নতুন উদ্যোগ গ্রহণ কেন্দ্রের। এবার মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিম অর্থাৎ ১০০ দিনের কাজও ডিজিটাল ইন্ডিয়ার আওতায়। এই প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীদের হাজিরা ডিজিটালি রেকর্ড করা হবে আগামী মাস থেকেই।
দেশের প্রতিটি সরকারি বিভাগ থেকে দুর্নীতি দূর করতে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। ১০০ দিনের কাজের প্রকল্পেও আরও স্বচ্ছতা আনার লক্ষ্যে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। মোদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে, ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের উপস্থিতি অনলাইনে অ্যাপের মাধ্যমে নথিভুক্ত করা হবে।
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক দুর্নীতির অভিযোগের জেরে ২০২১ সালের মে মাসে, স্বচ্ছতার স্বার্থে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি মোবাইল অ্যাপ্লিকেশন, ন্যাশনাল মোবাইল মনিটরিং সিস্টেমের মাধ্যমে উপস্থিতি রেকর্ড করার জন্য একটি পাইলট প্রকল্প চালু করা হয়। এবার তা ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত সমস্ত শ্রমিকদের জন্য বাধ্যতামূলক হতে চলেছে।
আরও পড়ুন : রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’র ধাঁচে রাজ্যে শুরু ‘সাগর থেকে পাহাড় যাত্রা’
Leave a Reply