India-China Border: চিনকে পরোয়া না করেই অরুণাচল হাইওয়ের আরও ৬টি করিডর তৈরির প্রস্তাব কেন্দ্রের

নিউজ ডেস্ক: ভারত-চিন সীমান্ত। বিশ্ব রাজনীতির এক এমন জটিলতা যার হয়তো কোনও সমাধান নেই। ভারত-চিন দুই দেশের মধ্যেই এই নিয়ে দীর্ঘদিন ধরে চলছে নানা আলোচনা। এর মাঝেই এবার ভারত-চিনের সীমান্ত রাজ্য অরুণাচল প্রদেশের সড়ক যোগাযোগ উন্নত করার জন্য কেন্দ্র জাতীয় হাইওয়ে (NH)-১৫ ট্রান্স অরুণাচল জাতীয় সড়ক (NH13/NH215) এবং অরুণাচল প্রদেশের সীমান্তে হাইওয়েগুলির উন্নয়নের অনুমোদন দিয়েছে।

প্রকল্পটি সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রণালয় দ্বারা অনুমোদিত হয়েছে। পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ২,১৭৮ কিলোমিটার দৈর্ঘ্যের ছয়টি করিডোর নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য হল সড়ক যোগাযোগ উন্নত করা। যা সীমান্ত এলাকায় সশস্ত্র বাহিনীর সেনা যাতায়াতে সাহায্য করবে। এছাড়াও সীমান্তবর্তী অঞ্চলগুলির নিরাপত্তাও বাড়াবে। বিশেষ করে জরুরি মুহূর্তে অস্ত্র দ্রুত পরিবহনের জন্য পরিবহণ ব্যবস্থা উন্নত হওয়া জরুরি।

পরিবহন মন্ত্রণালযয়ের আধিকারিকদের মতে, সীমান্তবর্তী রাস্তাগুলির মধ্যে অধিকাংশই সন্নিবদ্ধ নয়। সীমান্ত পর্যন্ত তিনটি মূল সড়ক প্রসারিত হবে। ইটাখোলা-সিজোসা-পাক্কে কেসান্দ-সেপ্পা ছায়াংতাজো-সংগ্রাম-পারসি পারলো ৩৯১ কিমি, কানুবাড়ি- লংডিং ৪০৪ কিমি, আকাজান- পাঙ্গো জরিং ৩৯৮ কিমি, গোগামুখ তাহিলা তাতো ২৮৫ কিমি, থেলামরা- তাওয়াং- নেলিয়া (সীমান্ত) ৪০২ কিমি এবং পাসিঘাট বিশিং (সীমান্ত) ২৯৮ কিমি এই জায়গাজুড়েই কাজ হবে।

আরও পড়ুন: ২০২৩-এর রাজ্য সরকারি ছুটির তালিকা দেখে নিন এক নজরে

চিন সীমান্তে দু বছর আগের গালওয়ালের ঘটনা এখনও যেন দগদগে ঘা। তাই চিন সীমান্তের কাছে অরুণাচলের ৬টি করিডোর নির্মাণে কেন্দ্রের প্রস্তাব অনেকটাই সুবিধা আনবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ির ইতিহাস