ইউ এন লাইভ নিউজ: দীর্ঘ প্রতীক্ষার পর বঙ্গে ঢুকেছে বর্ষা। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা দিচ্ছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গে এক টানা বৃষ্টি হওয়ার কারণে দেখা দিয়েছে দুর্যোগের পরিস্থিতি। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর জানায় শনিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে। সকাল থেকেই কলকাতায় দেখা যাচ্ছে মেঘলা আকাশ। কোথাও কোথাও এক-পশলা বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি কমছে না। উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায়। রবিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার মূলত আংশিক মেঘলা আকাশ। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা।
উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার পর্যন্ত অতিভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। ২০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা। বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায়। মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বৃষ্টি কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতায় আগামী শনিবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা বেশি। মেঘাচ্ছন্ন আবহাওয়ায় বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি।
Leave a Reply