আগামিকাল দক্ষিণের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা, প্রভাব পড়তে পারে বঙ্গেও

নিউজ ডেস্ক : শুত্রুবার সকালে কলকাতার আকাশ মেঘলা থাকলেও, বেলা বাড়তেই রোদের দেখা মিলেছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গ ছাড়া বঙ্গের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই এখনই। কলকাতা সহ পার্শ্ববতী এলাকার আকাশ আগামী ২৪ ঘন্টায় পরিষ্কারই থাকবে।

একদিকে উত্তরের হওয়া প্রবেশ করছে, অন্যদিকে বিদায় নিচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আলিপুর দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পূর্ণ শুকনোই থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই একেবারেই। সঙ্গে তাপমাত্রারও পরিবর্তন দেখা যাবে না।

২৮ অক্টোবর আলিপুরদুয়ার, দার্জিলিং,কোচবিহারের কিছু জায়গায় হাল্কা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবং শনিবারে আলিপুরদুয়ার,
দার্জিলিং-এ সামান্য বৃষ্টি হতে পারে। তাপমাত্রার পরিবর্তন ঘটবে না উত্তরের জেলা গুলিতে।

আরও পড়ুন : মোদিকে প্রকৃত দেশপ্রেমিক বলে  প্রশংসা পুতিনের

মনে করা হচ্ছে অক্টোবরের মাঝখান থেকেই হালকা শীতের অনুভব পেতে পারে কলকাতাবাসী। কিন্তু তা এখনই নিশ্চিত করে বলা হয়নি হাওয়া অফিসের তরফ থেকে। কিন্তু আবহাওয়া দফতর জানাচ্ছে , উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রবেশে ২৯ অক্টোবর নাগাদ দক্ষিণের রাজ্যগুলিতে আবারও বর্ষা শুরু হতে পারে। তারই প্রভাব পড়তে পারে গোটা বঙ্গের ওপরেও।

আরও পড়ুন : সূর্যের হাসির ছবি ধরা পড়ল নাসার ক্যামেরায়, কেন হাসছে সূর্য ? কী বলছেন বিজ্ঞানীরা ? জানুন