Kolkata Weather

Weather Report: বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে, প্রবলতা কমবে উত্তরবঙ্গে

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: আগামী কয়েক দিনের মধ্যে উত্তর বঙ্গে বৃষ্টির পরিমান কমবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হবে কিন্তু তার প্রবলতা বেশি প্রভাব ফেলবেনা বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তাছাড়া আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে বলেও জানিয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে সকাল থেকেই মেঘাচ্ছন্ন পরিবেশ। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত হবে বলেও আশঙ্কা।

শুধু কলকাতা নয় দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনাতেও বজ্র বিদ্যুৎসহ বড়বৃষ্টির সম্ভবনা রয়েছে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একের পর এক তৈরী হয়ে চলেছে ঘূর্ণবর্ত আর তার ফলেই সৃষ্টি হচ্ছে নিম্নচাপের। আগামী মঙ্গলবার থেকে সেই নিম্নচাপের প্রভাবেই দক্ষিণ বঙ্গে বাড়বে বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকেই তাপমাত্রা কমবে বলে আশ্বাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের সূত্র অনুযায়ী আরও জানাগেছে আগামী ২ ঘন্টা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে প্রবল বৃষ্টি নামবে শহরে।