ইউ এন লাইভ নিউজ: আজ ও আগামীকাল অস্বস্তিকর গরম বজায় থাকবে। আলিপুর হাওয়া অফিস সূত্রে পূর্বাভাস অনুযায়ী শনি ও রবিবার রাজ্যের মোট সাত জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি রয়েছে। এছাড়াও হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, পঞ্চম দফার নির্বাচনে অর্থাৎ সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর হাওয়া অফিস মারফত জানা যাচ্ছে, রবিবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়ে চলবে বুধবার পর্যন্ত। শনি ও রবিবারে আবার অসহ্য গরম ফিরতে চলেছে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে।বাকি জেলাগুলিতেও ভ্যাপসা গরম থাকবে। রবিবার প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দিয়েছে আবহাওয়া দপ্তর। বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। সোমবার পঞ্চম দফায় রাজ্যের সাত লোকসভা আসনে ভোট। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বুধবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে।
উত্তরবঙ্গ পার্বত্য এলাকাতেও গরম বাড়তে চলেছে। শনিবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সর্তকতা জারি রয়েছে। জলপাইগুড়ি আলিপুরদুয়ারে তীব্র গরমের আশঙ্কা। রবিবারও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা। মালদহে তীব্র গরমের সতর্কতা। রবিবার বিকেলের পর থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। মঙ্গলবারও উত্তরবঙ্গের প্রায় সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।
তারমাঝেই দক্ষিণ বঙ্গোপসাগরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রি-মল’। এই ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে ওমান। আলিপুর হাওয়া থেকে পাওয়া খবর অনুযায়ী , বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড় হলে তার অভিমুখ হবে উত্তর ও উত্তর পূর্ব দিক। তার প্রভাবে গতি পেতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা সোমবারের পর। এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা যদিও ৫০ শতাংশ।
Leave a Reply