ইউ এন লাইভ নিউজ: ২৭ জুন বৃহস্পতিবার মুক্তি পেল কলকি। মুক্তির অনেক আগেই রেকর্ড গড়েছে ছবি। সেটা স্ক্রিন হোক বা অগ্রিম বুকিং হোক, প্রভাসের কলকি-এর জন্য অগ্রিম বুকিং যা ক্রেজ দর্শক দেখিয়েছে তা অন্য কোনও ছবির জন্য এমন ক্রেজ দেখায়নি। ভারতেই বহু সিনেমায় রেকর্ড ভাঙবে এই ছবি। যদি রিপোর্টগুলি বিশ্বাস করা হয়, তবে দেখা যাবে কলকি রিলিজের দিনে ১২০ কোটির ঘরে প্রবেশ করবে! অগ্রিম বুকিংয়ের প্রথম দিনে ছবিটি ৬০ কোটি টাকা সংগ্রহ করেছে, তাই কল্পনা করাই যায় এই ছবিটির মোট কালেকশন কত হতে চলেছে। উদ্বোধনী সপ্তাহান্তে ছবিটি তার বাজেট সম্পূর্ণ করার কাছাকাছি চলে যাবে বলে মনে করছে কলকি টিম।
যদি রিপোর্ট-এর ওপর ভিত্তি করে চলা যায়, ছবিটির উদ্বোধনী দিনে অগ্রিম বুকিংয়ের মাধ্যমে ২ মিলিয়ন অর্থাৎ ২০ লাখ টিকিট বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে। ট্রেড ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, কলকি ২৮৯৮ এডি শুধুমাত্র ভারতে অগ্রিম বুকিং থেকে ৬০ কোটি টাকা সংগ্রহ করেছে। ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে বলে আশা করছে কলকি টিম। ইন্ডিয়া টুডে রিপোর্ট অনুসারে, কালকি ২৮৯৮ খ্রিস্টাব্দের উদ্বোধনী সপ্তাহান্তের সংগ্রহ আরও ভাল হতে চলেছে। এই ছবিতে বিশেষ ভূমিকায় দেখা যাবে দুলকার সালমান এবং বিজয় দেবরাকোন্ডাকে। যার কারণে ওপেনিং উইকেন্ডে এই ছবিটি ৫০০ কোটি টাকা সংগ্রহ করতে পারে বলে জানাচ্ছে সমালোচকরা।
ছবিটি প্রথম দিনেই বিশ্বব্যাপী ১৮০-২০০ কোটি টাকা সংগ্রহ করতে পারে। সপ্তাহান্তে এই ব্যবসা আরও বাড়বে। বিশেষ করে শনি-রবিবার। এই দুই দিনে কালকি ২৮৯৮ খ্রিস্টাব্দের অনেক রেকর্ড ভাঙবে বলে আশঙ্কা করা হচ্ছে। সহজেই বিশ্বব্যাপী ৫০০কোটি টাকার ক্লাবে যোগ দেবে এই ছবি। কলকি ২৮৯৮ খ্রিস্টাব্দ পরিচালনা করেছেন নাগ অশ্বিন। প্রভাসের পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, কমল হাসান এবং দিশা পাটানি-কেও। ছবির ট্রেলারে এই সবেরই আভাস পেয়েছেন ভক্তরা। যার জেরে উত্তেজনার মাত্রা আরও বেড়েছে।
Leave a Reply