Mamata Banerjee-Lakshmir Bhandar

Loksabha Election 2024: আজীবন ‘লক্ষ্মীর ভান্ডার’-র ঘোষণা মুখ্যমন্ত্রীর

ইউ এন লাইভ নিউজ: সোমবার লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হল। সকাল থেকেই বঙ্গের সাত কেন্দ্রের বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে এসেছে। তার মাঝেই ষষ্ঠ দফার নির্বাচনের জন্য প্রচার চালিয়ে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাঁকুড়ার ওন্দায় সভা করেন মুখ্যমন্ত্রী।

এদিনের সভা থেকেও বিজেপি সরকারকে কড়া ভাষায় সমালোচনা করলেন তৃণমূল নেত্রী। বাংলার ‘আইকনিক’ সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার ‘বন্ধ’ করে দেওয়ার ষড়যন্ত্র করছে বিজেপি। মমতা-অভিষেক একাধিকবার বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ শেনেছেন। এদিনের মঞ্চ থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ওন্দার সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ”লক্ষ্মীর ভান্ডার যখন আমি করেছিলাম তখন আমি ভেবেছিলাম ৬০ বছর বয়স পর্যন্ত করব। কিন্তু আমরা ঠিক করেছি, যত বছর মেয়েরা বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন।” অর্থাৎ, শুধুমাত্র ৬০ বছর পর্যন্ত মহিলারাই নন, এবার থেকে আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পেতে চলেছেন বাংলার মহিলারা। এদিনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এমনই প্রতিশ্রুতি দিলেন।

এছাড়াও, এদিন কেন্দ্রীয় স্তরে ইন্ডিয়া জোটের প্রসঙ্গ টেনে তৃণমূল নেত্রীর সাফ জবাব, ”বাংলাই ইন্ডিয়া জোটকে লিড করবে।” ভোটের আগে আসন রফা পর্বের টানাপড়েন নিয়ে কার্যত ‘চিড়’ ধরেছিল ইন্ডিয়া জোটে। তবে, সম্প্রতি, ফের নিজেকে ইন্ডিয়া জোটের অংশ হিসাবে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন, তিনি ইন্ডিয়া জোটে ছিলেন এবং থাকবেন।