Mamata Banerjee: নদিয়া-সফরে মুখ্যমন্ত্রী, লক্ষ্য মতুয়া ভোট?

নিউজ ডেস্ক: বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। এদিকে, বিরোধী শক্তি দমনে বদ্ধপরিকর শাসক-দল। তাই এবার ১১ বছরের শাসনকালে প্রথমবার নদিয়া-সফরের পরিকল্পনা পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের। তিন দিনের নদীয়া সফর। সফর জুড়ে ঠাসা কর্মসূচি। রাস উৎসব- রাজনৈতিক জনসভা-প্রশাসনিক বৈঠক, দম ফেলতে না পারা কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনিক মহল। এদিকে, প্রস্তুতি পর্ব অনেকটাই শেষের দিকে, এমনটাই জানাচ্ছে নদিয়া জেলা প্রশাসন।

কী কী কর্মসূচি রয়েছে?

নদিয়া জেলা প্রশাসন সূত্রের খবর, সফরের শুরুতেই মুখ্যমন্ত্রী নদিয়া জেলার বিখ্যাত রাস উৎসবে অংশ নিতে পারেন বলে জানা গিয়েছে। নবদ্বীপ ও শান্তিপুর। উভয় জায়গার রাস উৎসবেই যাবেন তিনি। ১১ বছরের শাসনকালে যা এই প্রথমবারের জন্য হতে চলেছে। তবে, আনুষ্ঠানিক ভাবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর সিংহভাগ কর্মসূচি হবে কৃষ্ণনগরে। মঙ্গলবার (৮ নভেম্বর) হেলিকপ্টারে চড়ে দুপুর-দুপুর কৃষ্ণনগর পৌঁছবেন তিনি।

আরও পড়ুন: ``সিটের সদস্যরা ঠিকমত কাজ করছেন না”, সিবিআই নিয়ে অখুশি হাইকোর্ট বিচারপতি

কেন এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ?

মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে রাস উৎসবের পিছনে লুকিয়ে রয়েছে এক বৃহৎ রাজনৈতিক উদ্দেশ্য। নদিয়া জেলার বড় অংশের বাসিন্দা মতুয়া সম্প্রদায়ের। যা ইতিমধ্যেই বিরোধী দল বিজেপির হাতের মুঠোয়। গত পঞ্চায়েত ভোটের পাশাপাশি লোকসভা ভোটেও রানাঘাট আসন জিতেছিল বিজেপি। মতুয়াদের বড় অংশের ভোট তৃণমূল-ছাড়া হওয়ার কারণে নিঃসন্দেহে যথেষ্ট অস্বস্তিতে ঘাসফুল শিবির। এই কারণেই আসন্ন পঞ্চায়েত ভোটের আগে নদীয়া থেকে বিজেপি শক্তির রাশ টানতে `রাস উৎসব’-এ যোগ দিতে পারেন তৃণমূল-সুপ্রিমো, এমনটাই ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: ডিজি-র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ খারিজ করল হাইকোর্ট