Mamata Banerjee on Rahul: ‘বাংলায় নয়, রাহুলের গাড়ি ভেঙেছে কিষাণগঞ্জে’, নাম না করেই নীতীশকে আক্রমণ মমতার

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: দ্বিতীয় দফায় ন্যায় যাত্রা নিয়ে বাংলার প্রবেশ করতেই ফের একবার সমস্যার সম্মুখীন কংগ্রেস সাংসদ। রাহুল গান্ধীর গাড়ির কাচ কীভাবে ভেঙে গিয়েছে, সেই ছবি প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। সরব হয়েছে কংগ্রেসের বঙ্গ নেতারা। সরাসরি শাসক দলের বিরুদ্ধে কোনও অভিযোগ না উঠলেও রাজনৈতি চাপান-উতোর শুরু হয়েছে ইতিমধ্যেই। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর দাবি, বাংলায় কেউ রাহুলের গাড়ির কাচ ভাঙেনি। কাচ ভাঙা অবস্থাতেই বাংলায় প্রবেশ করেছেন রাহুল গান্ধী। বিহারের কাটিহারে হামলা হয়ে থাকতে পারে বলেও মন্তব্য করেছেন মমতা।

মুর্শিদাবাদের বহরমপুরের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি হেলিকপ্টারে আসছিলাম, শুনলাম কংগ্রেসের একজন নেতা, রাহুলের নামটাই আমি বলে দিই, আমার থেকে ছোট। রাহুলের গাড়িতে নাকি কে কাচ মেরেছে। আমি খোঁজ নিলম। কারণ আমরা তো এসব পছন্দ করি না, আমরা করিও না, এসব করে অকারণ নাটক করে কী লাভ! পরে খোঁজ নিয়ে দেখলাম, বাংলায় নয়, ওটা কাটিহারে কিষাণগঞ্জে হয়েছে। কাচ ভাঙা অবস্থায় ওরা বাংলায় ঢুকেছে। কিন্তু আমি ঘটনার নিন্দা করি।’

অন্যদিকে, কংগ্রেসের অন্যতম মুখপাত্র সৌম্য আইচ এই বিষয়ে জানান, “ম্যাপ হাতে নিয়ে তো কথা বলতে হবে এবার। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এটুকু বলতে হবে যে রাহুলকে থাকা-খাওয়ার অনুমতি কেন দেওয়া হচ্ছে না।”