Mamata Banerjee

Mamata Banerjee: বঙ্গবাসীকে ভালো এবং সুস্থ থাকার বার্তা জানিয়ে বিদেশ সফরে মুখ্যমন্ত্রী

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: কলকাতা ছেড়ে স্পেনের মাটিতে পা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে সাড়ে ৯টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে ছিলেন সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং ছিলেন ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিন গাড়ি থেকে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও। বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে বঙ্গবাসীকে ভালো থাকার এবং সুস্থ থাকার বার্তা জানিয়ে তিনি বিমানবন্দরের ভেতরে চলে যান।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়ার তরফে জানান স্পেনের ম্যানুফ্যাকচারিং এবং অন্যান্য ইন্ডাস্ট্রি ভালো হওয়ার দরুন তাদের আমন্ত্রণে তিনি সেখানে যাচ্ছেন এবং আশ্বাস দেন নতুন কিছু করে দেখানোর। তিনি বলেন “দেখা যাক কি কি করতে পারি। আমাদের এখানে বিজনেস সম্মেলন আছে ২১ থেকে ২৩। ওরা বারবার আসে কিন্তু আমরা কেউ যাই না। সেই জন্যেই এই ছোট দেশকে বেছে নেওয়া। দুবাইতেও একটা বিজনেস সম্মেলন আছে সঙ্গে প্রবাসীদের মিটিংও। সবটাই সময় মত আপনাদের জানিয়ে দেব।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথায় প্রেসের সব কর্মকর্তাদের এবং রাজনৈতিক মহলে সবারই উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং নতুন চমকের আশ্বাস পাচ্ছেন বলে জানাচ্ছেন। মুখ্যমন্ত্রী অবশ্য কনফারেন্সে এসে ঘোষণা করে এই সফর সম্পর্কে। তিনি বলেন “প্রদীপ জ্বালার আগে তোমাকে প্রদীপে তেল ভরতে হবে, সলতে ভরতে হবে তারপর প্রদীপ জ্বালার কথা আর তার জন্যেই এই বিদেশ সফর। দেখো না কি হয়।” মমতা বন্দ্যোপাধ্যায় জানান মাদ্রিদে তার সঙ্গে সৌরভ গাঙ্গুলী থাকবেন। লা লিগার সঙ্গেও বিশেষ বৈঠক আছে মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর এই সফরে সঙ্গে যাচ্ছেন মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং এর একজন করে প্রতিনিধি। ব্যবসা সম্মেলন এর সাথে সাথে খেলাধুলার জগতের নতুন কোন খবর আসতে পারে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। আগামী ২৩ তারিখ কলকাতা ফিরছেন মুখ্যমন্ত্রী।