নিউজ ডেস্ক: ক্রমশ বাড়ছে তাপমাত্রা। ইতিমধ্যে ৪০ ডিগ্রী ছাড়িয়ে গেছে পারদ। তবে এখনও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনার কথা জানাতে পারেনি আবহাওয়া দফতর। উল্টে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়ার সতর্কবার্তা দিয়েছে। এই পরিস্থিতিতে বাড়ছে হিটস্ট্রোকের সম্ভাবনা। তাই সোমবার থেকেই রাজ্যের সমস্ত সরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে বন্ধ রাখার আবেদন জানিয়েছেন মু়খ্যমন্ত্রী।
শনিবার ইদের জন্য বন্ধ থাকবে সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সোমবার থেকে আরও কয়েকদিন রাজ্যজুড়ে তাপপ্রবাহ পরিস্থিতি চলবে। বাড়বে গরমও। যার জেরে হিট স্ট্রোকের সম্ভাবনা তৈরি হতে পারে। সেই বিপদ এড়াতে ছাত্রছাত্রীদের স্বার্থে মানবিক সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকেও এই ছুটি দেওয়ার আরজি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Leave a Reply