এস.এস.কে.এম-এ চিকিৎসক নিগ্রহে, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক : রবিবারে এস.এস.কে.এম-এ জুনিয়ার ডাক্তারদের নিগৃহীত করার খবর পেয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি হাসপাতালের সুপারকে ফোন করে ক্ষমা চেয়ে জুনিয়ার ডাক্তারদের উদ্দ্যেশে দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

সোমবার জি২০ বৈঠকে যোগ দিতে দিল্লি যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জানান, সবটাই শুনেছি আমি। জুনিয়র ডাক্তারদের মারধর করা হয়েছে। কিছু হলেই হাসপাতালে ঢুকে ভাঙচুর করা এবং ডাক্তারদের মারধর করা এসব একদমই সহ্য করা হবে না। ঘটনা স্থলে পুলিশ আউটপোস্ট থাকার কথা। ভাঙচুরের সময় তারা কী করছিল, এর কৈফিয়তও চাই আমার। কত টাকা খরচা করে একটা ট্রমা সেন্টার বানানো হয়েছে, তাকে ভাঙচুর করেছে। এটা মেনে নেওয়া যায় না।

তিনি আরও বলেন, যে সময়ে রোগীকে নিয়ে যাওয়া হয়, সেই সময় কোনও সিনিয়র ডাক্তার ছিলেন না হাসপাতালে। তখন দু’জন জুনিয়র ডাক্তার ছিলেন, তাদের মারধর করা হয়েছে যেটা একদমই ঠিক হয়নি। কিন্তু আমি নির্দেশ দিচ্ছি যে,সরকারি হাসপাতালে সারা রাত অন্তত একজন সিনিয়র ডাক্তারকে থাকতে হবে।

আরও পড়ুন : সংসার সামলে বিশ্বজয়, ৬ টি পদক নিয়ে দুর্গাপুরের মাটিতে পা রাখলেন স্বর্ণকন্যা সীমা

এছাড়াও নিগৃহীত চিকিৎসকদের উদ্দ্যেশে দুঃখপ্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “আমি সুপারকে ফোন করে ওদের জন্য সরি বলেছি।” রাজ্য প্রশাসন জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করবে বলে জানান তিনি।

আরও পড়ুন : তৃণমূল-বিজেপি সংঘর্ষে অগ্নিগর্ভ ভূপতিনগর