ভারতীয় সীমান্তে ৭০ হাজার সৈন্য মোতায়েন চিনের

নিউজ ডেস্ক : ফের ড্রাগনের কুনজর ভারতের সীমান্তে। অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে উত্তেজনা নিয়ে ব্যস্ত গোটা দেশ। সেই সুযোগেই এবার লাদাখ ফ্রন্টে সেনা মোতায়েনের ছক কষছে পিএলএ। এখানেই শেষ নয়, ভারতীয় সেনাবাহিনীর গতিবিধির ওপরও চিনা সেনাবাহিনী নজর রাখছে বলে জানা গেছে জাতীয় নিরাপত্তা সংস্থার তরফে।

একদিকে যখন বিদেশ মন্ত্রী এস. জয়শঙ্কর জানিয়েছেন, চিনের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতের পক্ষ থেকে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরই মধ্যে অন্যদিকে, নিরাপত্তা সংস্থা সূত্রের খবর, চিন পূর্ব লাদাখ সীমান্ত বরাবর ৭০,০০০ এরও বেশি সৈন্য মোতায়েন করেছে এবং ডেপসাং এলাকায় ভারতের অংশগুলির পাশাপাশি অন্যান্য বিতর্কিত পয়েন্টগুলিতেও পরিকাঠামো নির্মাণ অব্যাহত রেখেছে।

নিরাপত্তা সংস্থার তরফে জানানো হয়েছে, চিন ভারতীয় সেনাদের গতিবিধি দেখার জন্য ড্রোনও মোতায়েন করেছে। এমনকি ভারতের অংশ বলে দাবি করা এলাকার অভ্যন্তরে রাস্তা, হেলিপ্যাড এবং সামরিক ক্যাম্প নির্মাণও করছে চিন। গালওয়ান উপত্যকা এবং অন্যান্য স্ট্যান্ডঅফ পয়েন্টগুলিতে আরও সৈন্য ও অত্যাধুনিক প্রযুক্তি স্থাপন করছে।

আরও পড়ুন : ১০০ টি শূন্যপদ : ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ

About Mousumi Pal

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *