ভয়াবহ ভূমিকম্প চিন-তাজিকিস্তানে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৮

নিউজ ডেস্ক: তুরস্ক সিরিয়ার পর এবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান ও তাজিকিস্তান। বৃহস্পতিবার সকাল ৬ টা নাগাদ জোরালো ভূমিকম্প অনুভূত হয় আফগানিস্তান ও তাজিকিস্তানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮। উত্তর-পূর্ব আফগানিস্তানের ফৈজাবাদ শহর থেকে ২৬৫ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎসস্থল।

প্রথম কম্পনের মিনিট ২০ পর আবার একটি আফটার শকে কেঁপে ওঠে ওই এলাকা। আফটার শকের কম্পনের মাত্রা ছিল ৫। দ্বিতীয় আফটার শকটি আসে বেশ কছুক্ষণ পর। আফটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৬।

দিনকয়েক আগেই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী থেকেছে সিরিয়া ও তুরস্ক। সাধারণ মানুষদের পড়তে হয়েছে চরম বিড়ম্বনায়। ওই দুই দেশে ভূমিকম্পে প্রাণ হারান প্রায় ৫০ হাজার মানুষ। ভূমিকম্পের পর কেটে গেছে দুসপ্তাহেরও বেশি সময়। ঘর-বাড়ি, হাসপাতাল, অফিস ভেঙে পড়ে বিশাল ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে একাধিক শহর। আর এখনও সেই ধ্বংসস্তূপের তলা থেকে উদ্ধার করা হচ্ছে অসংখ্য জীবিত মানুষকে। এই পরিস্থিতিতে তাজিকিস্তানের পূর্বাঞ্চলে ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২০.৫ কিলোমিটার।

About Somnath Adak

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *