গুলি করে ড্রোন নামিয়ে চিনকে কড়া বার্তা দিল তাইওয়ান, পাল্টা হুঁশিয়ারি চিনের

নিউজ ডেস্ক- বেশ কয়েকবার আকাশসীমা লঙ্ঘন করেছে চিনা ড্রোন। প্রত্যেকবারই সতর্কতামূলক গুলি চালিয়ে বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু এবার সরাসরি ড্রোনকে লক্ষ্য করে গুলি চালায় তাইওয়ান। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে, তাইওয়ান নিয়ন্ত্রিত এলাকা কুয়াংঝাউ দ্বীপের কাছে।

বুধবারও তাইওয়ানের মূল ভূখণ্ডের কাছে কিনমেন দ্বীপের সেনা ঘাঁটির অত্যন্ত কাছে চলে আসে চিনা ড্রোন। তাইওয়ানের তরফে সতর্কতামূলক গুলি চালানোর পরেই, ড্রোনটি চিনের জিয়ামেন শহরের দিকে উড়ে যায়।

তাইওয়ান সেনার ঘাঁটি, কিনমেন দ্বীপের পাশেই রয়েছে কুয়াংঝাউ। সেখানে নজরদারি চালাতে, চিনা ড্রোন মিডিয়ন লাইন অতিক্রম করেছে বলে দাবি করা হয়েছে।

ঘটনার পরেই, পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ-র তরফে বিবৃতি দেওয়া হয়েছে। তাদের দাবি, কোনওরকম আকাশসীমা লঙ্ঘন করা হয়নি। কোনও অসামরিক ড্রোন ভুল করে সীমা লঙ্ঘন করে থাকতে পারে। এর পাশাপাশি, হুঁশিয়ারিও দেওয়া হয়েছে, আকাশসীমা লঙ্ঘন ছাড়াই, কোনও ড্রোনকে গুলি করে নামানো হলে, পরিণাম ভালো হবে না।

অন্যদিকে তাইওয়ানের তরফে জানানো হয়েছে, প্রেসিডেন্ট সাই-ইং-ওয়েনের নির্দেশে, তাইওয়ান সেনা আত্মরক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে। গত কয়েক মাসে, চিন ও তাইওয়ানের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বন্ধ হয়ে গিয়েছে, তাইওয়ান প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ ও বিমান চলাচল।