নিউজ ডেস্ক: সিআইডির ঘেরাটোপ থেকে পালিয়েও হল না শেষ রক্ষা। বাগুইআটি জোড়া খুন কাণ্ডে এবার রাজ্য পুলিশের গোয়েন্দাদের ফাঁদে পা দিল মূল হত্যাকারী কানহাইয়া কুমার। দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে বাগুইহাটির দুই ছাত্রের সুপারি কিলারকে। ইতিমধ্যেই দিল্লির নিম্ন আদালতে ধৃতকে পেশ করে, ট্রানজিট রিমান্ডে কলকাতা আনার আবেদন করা হয়েছে সিআইডির পক্ষ থেকে।
সিআইডি সূত্রের খবর, বাগুইআটির হিন্দু বিদ্যাপীঠের দশম শ্রেণির দুই পড়ুয়াকে, বাসন্তী হাইওয়েতে গাড়ির মধ্যে খুন করে কানহাইয়া কুমার। এরপরই পুলিশ ও গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে রাজ্য ছেড়ে পালিয়ে যায়। জোড়া খুন-কাণ্ডের মূল চক্রী সত্যেন্দ্র চৌধুরীকে জেরা করে এই তথ্য মিলতেই, অভিযান শুরু করে সিআইডি। এরপরই দিল্লি থেকে গ্রেফতার হয় সুপারি কিলার।
আরও পড়ুন: বিশ্বকর্মা পুজোতেও আকাশের মুখ ভার, ভারী বৃষ্টির পূর্বাভাস
গত ২২ অগস্ট নিখোঁজ হয় বাগুইআটির হিন্দু বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র অতনু এবং অভিষেক। পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ দায়ের করার পর, ২৪ অগস্ট থেকে দুই কিশোরের খোঁজ শুরু করে পুলিশ। ৭ ই সেপ্টেম্বর এই তদন্তের দায়ভার নেয় সিআইডি। তদন্তে নেমে ২ দিনের মধ্যেই বাগুইআটি জোড়া খুন-কাণ্ডের মূল চক্রী সত্যেন্দ্র চৌধুরীর ভিন রাজ্যে পালানোর ছক বানচাল করে, তাকে গ্রেফতার করে।
আরও পড়ুন: স্কুল চলাকালীন টিটাগড়ের স্কুলে বিস্ফোরণ, এলাকায় তীব্র চাঞ্চল্য
Leave a Reply