নিউজ ডেস্ক: গরু পাচার মামলায় এবার এনামুলের তিন আত্মীয়ের অফিসে তল্লাশি চালায় রাজ্যের তদন্তকারি সংস্থা সিআইডি। কলকাতার বেন্টিঙ্ক স্ট্রিটের দুটি অফিস সিল করে দিল সিআইডি আধিকারিকরা।
ওই দুটি অফিস থেকে প্রচুর নথি বাজেয়াপ্ত হয়েছে বলে জানা গেছে। ওই দুটি অফিসে বৃহস্পতিবার ফের তল্লাশি চালিয়ে আরও কিছু নথি পাওয়া যেতে পারে বলে অনুমান সিআইডির তদন্তকারীদের।
বুধবার বেন্টিঙ্ক স্ট্রিটের জে এম এইচ গ্রুপের অফিসে তল্লাশি চালায় সিআইডির তদন্তকারী আধিকারিকরা। সংস্থার মালিক হুমায়ুন কবীর, জাহাঙ্গির আলম এবং মেহদী হাসান গরু পাচার মামলায় অভিযুক্ত এনামুল হকের ভাইপো।
গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তারপরেই তদন্তের গতি বাড়িয়েছে রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি। সম্প্রতি গরু পাচার কাণ্ডে ধৃত জেনারুল শেখকে বহরমপুরে সিআইডি অফিসে টানা জেরা করা হয়।
অন্যদিকে গরু পাচার মামলায় বৃহস্পতিবার আসানসোল সিবিআই আদালতে পেশ করা হয় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে। ১ সেপ্টেম্বর জেল হেফাজতে থাকা সায়গলকে আসানসোল আদালতে হাজির করানো হয়েছিল।
কিন্তু এক আইনজীবীর মৃত্যুর কারণে ওই দিন কর্মবিরতি থাকায় মামলার শুনানি হয়নি। সিবিআই বিশেষ আদালতের বিচারক সায়গলকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
Leave a Reply