Kalyani AIIMS: কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করবে সিআইডি, সিবিআই তদন্তের আর্জি খারিজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের

নিউজ ডেস্ক: কল্যাণী এমসে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করবে সিআইডি। সিবিআই তদন্তের আর্জি খারিজ করল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার এই মামলার তদন্তভার সিআইডি-র হাতেই রাখার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।

কল্যাণী এইমসে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ নিয়ে এফআইআর করেছিলেন এক চাকরি প্রার্থী। অভিযোগ রয়েছে বিজেপি নেতাদের বিরুদ্ধেই। সেই অভিযোগের ভিত্তিতে যে এফআইআর করা হয়েছিল তাতে নাম রয়েছে বিজেপির দুই সাংসদ সহ ৮ জনের। এই মামলায় নাম রয়েছে, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা এবং বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের।

নদিয়ার রানাঘাট দক্ষিণের বিধায়ক, বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য মুকুটমণি অধিকারীর বিরুদ্ধেও এমসে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের বিরুদ্ধে তিনি বলেছেন,”আমাদের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এটাও ব্যতিক্রম নয়। মিথ্যা অভিযোগ করে আমাকে কালিমালিপ্ত করা হচ্ছে। কিন্তু মানুষ সব বোঝে।”

এর আগে কল্যাণী এমসের নিয়োগ দুর্নীতির তদন্ত করছিল সিআইডি। সেই তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। সেই জনস্বার্থ মামলারই রায় ঘোষণা হল মঙ্গলবার।