ইউ এন লাইভ নিউজ ডেস্ক: ভারতীয় নাগরিকত্ব আইনের 6A ধারা সাংবিধানিকভাবে বৈধ। ঐতিহাসিক রায়ে স্পষ্ট জানিয়ে দিল শীর্ষ আদালত। ফলে বকলমে বৈধতা পেয়ে গেল অসম চুক্তি। পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের চার বিচারপতি নাগরিকত্ব আইনের ৬-এ ধারার সাংবিধানিক ধারার বৈধতাকে স্বীকৃতি দিয়েছেন। একজন বিচারপতি ভিন্নমত পোষণ করেছেন। তবে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে অসম চুক্তি বৈধতা পেল।
১৯৬৬ সালের ১ জানুয়ারির আগে বাংলাদেশ থেকে অসমে প্রবেশকারীদের অসম অ্যাকর্ড অনুযায়ী দেওয়া নাগরিকত্ব বৈধ কিনা, তা নিয়েই দীর্ঘ ১২ বছর ধরে সুপ্রিম কোর্টে শুনানি চলছিল। আবেদনকারীদের অভিযোগ ছিল, নাগরিকত্ব আইনের 6A ধারা অনুযায়ী ৫০ বছর আগে বাংলাদেশ থেকে আশা অনুপ্রবেশকারীদের অসমে নাগরিকত্ব দেওয়ার ফলে অসমের জনবিন্যাসের ব্যাপক পরিবর্তন হয়েছে। অসমের স্থায়ী জনজাতি নিজ ভূখণ্ডেই সংখ্যালঘুতে পরিণত হয়েছে। তাতে কর্মসংস্থানের সুযোগ, সাংস্কৃতিক অস্তিত্ব এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে সংকট তৈরি হচ্ছে।
২০১২ সালে সংবিধানের এই ৬এ অনুচ্ছেদকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় অসম সম্মিলিত মহাসংঘ। তাঁদের দাবি ছিল, এই অনুচ্ছেদটি অসাংবিধানিক কারণ এর মাধ্যমে আলাদা আলাদা অনুপ্রবেশকারীদের জন্য ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আলাদা আলাদা শর্ত দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ওই সংগঠনের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি এম এম সুন্দ্রেশ এবং বিচারপতি মনোজ মিশ্র ৬-এ ধারাটির বৈধতার পক্ষে মত দেন। বিচারপতি জে বি পার্দিওয়ালা ভিন্নমত পোষণ করেন।
এদিনের শুনানিতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, সরকার চাইলে, এই আইনটিকে অন্যান্য এলাকাতেও চালু করতে পারত। কিন্তু তা করেনি। কারণ এই বিশেষভাবে প্রযোজ্য অসমের পরিস্থিতির কথা মাথায় রেখেই। প্রবেশকারীদের ক্ষেত্রে অসমের সংস্কৃতিও বিশেষভাবে প্রভাব ফেলেছে।
Leave a Reply