নিউজ ডেস্ক : পঞ্চায়েত ভোটের আগেই কি নতুন দুই জেলা পাবে রাজ্যবাসী? মুখ্যমন্ত্রীর সুন্দরবন ও বসিরহাট সফরের অন্যতম আকর্ষণ কি হতে চলেছে নতুন দুই জেলার ঘোষণা? বর্তমানে এটাই মূল চর্চার বিষয় রাজনৈতিক মহলে।
মঙ্গলবার হিঙ্গলগঞ্জের কালীতলা পঞ্চায়েতের সামসেরনগর-সংলগ্ন মাঠে সভা হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর সভাকে কেন্দ্র করে এখন সাজো সাজো রব হিঙ্গলগঞ্জে। জোরকদমে চলছে মঞ্চ তৈরির কাজ। সভার পর প্রশাসনিক বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী।
হিঙ্গলগঞ্জের এই প্রশাসনিক বৈঠকেই আলোচনা হতে পারে সুন্দরবন ও বসিরহাট পৃথক দুই জেলার ঘোষণা নিয়ে, এমনই অনুমান বিশেষজ্ঞদের। কারণ চলতি মাসের শুরুতেই নদিয়া সফরে গিয়ে, নতুন দু’টি জেলা তৈরির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
সুন্দরবন ও বসিরহাট, দুটি পৃথক জেলার ঘোষণা হলে, মোট ২৫ টি জেলা হবে রাজ্যে। দক্ষিণ ২৪ পরগনার ১৩টি ব্লক নিয়ে সুন্দরবন জেলা হবে। অন্যদিকে উত্তর ২৪ পরগনার ৬ টি ব্লক নিয়ে বসিরহাট জেলা তৈরির কথা।