নিউজ ডেস্ক: শুরু হয়ে গেছে কাউন্ট ডাউন। মহালায়ার আগে থেকেই পুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়া থেকেই মন্ডপে মন্ডপে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। বুধবার নিউ আলিপুরের সুরুচি সংঘের পুজো উদ্বোধনে দেখা গেল অন্য মমতাকে। সুরুচি সংঘে ঢাক বাজালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী মমতার ঢাকের সঙ্গে কাঁসর বাজিয়ে সঙ্গত করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আদিবাসী নৃত্যের তালে পা মেলাতে দেখা গেছে। সিএএ বিরোধী প্রতিবাদের সময় তাঁকে দেখা গিয়েছিল কাঁসর বাজাতে। এছাড়া বিভিন্ন মঞ্চে তাঁকে কবিতা, গান এমনকি চন্ডীপাঠ করতেও দেখা গেছে। কিন্তু বুধবার সে সব রেকর্ড ভেঙে দিয়ে নিজেই ঢাক তুলে নিলেন কাঁধে। বাজালেনও নিজের ঢাক নিজেই।
আরও পড়ুন: পিছিয়ে গেহলত, দিগ্বিজয় কি হয়ে উঠছেন গান্ধী পরিবার ঘনিষ্ঠ প্রার্থী
তবে এদিন এক অভিনব দৃশ্যের সাক্ষী থাকল সুরুচি সংঘ। বাঁ কাঁধে ঢাক নিয়েই ডান হাতের কাঁচি দিয়ে ফিতে কাটলেন মুখ্যমন্ত্রী। দিদি-ববির ঢাকের ডুয়েটে তখন সরগরম নিউ আলিপুরের পুজো মণ্ডপ। মুখ্যমন্ত্রীকে ঢাক বাজাতে দেখে দৃশ্যতই খুশি অরূপ বিশ্বাস। এদিন তিনি জানান, পুজো উপলক্ষে মুখ্যমন্ত্রীর লেখা গানের পঙ্কক্তি থেকে অনুপ্রাণিত হয়েই এবার পুজোর থিম তৈরি করেছেন তিনি।
Leave a Reply