নিউজ ডেস্ক : ফের করোনার চোখরাঙানি। দেশে চার আক্রান্তের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মালতেই চিন্তার ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের কপালে। এই পরিস্থিতিতে সকলের একটাই চিন্তা, তবে কি ফের মাটি হতে চলেছে বড়দিন, নতুন বছর ও গঙ্গাসাগর মেলার আনন্দ? যদিও স্বস্তির বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা নিয়ে মানুষকে অথযা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, বড়দিনের উদযাপন বা গঙ্গাসাগর মেলা, সবই হবে, তবে মানতে হবে কোভিডবিধি। যদিও রাজ্যে এখনও ভয়ের কিছু নেই। পরিস্থিতির অবনতি হলে সতর্কতা অবলম্বন করা হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, মানুষ উৎসব পালন করবে না?
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের এত লোককে প্রশাসনের পক্ষ থেকে জনে জনে বলা সম্ভব নয়। লক্ষ লক্ষ মানুষ ভিড় জমায় বড়দিন, গঙ্গাসাগর মেলায়। এখনও বাংলায় যেহেতু কোভিড আসেনি, তাই আগে থেকেই আসবে এটা ধরে নিতে চাই না। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। সে রকম হলে সময় মতো ব্যবস্থা নেওয়া হবে। তবে মাস্ক পরার পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন : ধনখড় অতীত, নতুন রাজ্যপালকে প্রশংসায় ভরালেন মুখ্যমন্ত্রী
Leave a Reply