ইউ এন লাইভ নিউজ: “নন্দীগ্রামে যে প্রতারণা হয়েছে, আজ নয়ত কাল তার বদলা আমি নেবই। কখন নেব, কীভাবে নেব, তা সময় ঠিক করবে।” বৃহস্পতিবার, তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে গিয়ে হুঙ্কার দিলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে নাম না করে ‘গদ্দারের বাবা’ শিশির অধিকারী ও ‘গদ্দার’ শুভেন্দু অধিকারীকে ধুয়ে দেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, “নন্দীগ্রামে আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমার ভোট লুঠে করা হয়েছে। বদলা আমি নেবই।” নন্দীগ্রাম আন্দোলনের প্রসঙ্গ তুলেও শিশির-শুভেন্দুকে তুলোধনা করেন মমতা। তাঁর বিস্ফোরক অভিযোগ, সেই রক্তক্ষয়ী আন্দোলনের সময় সিপিএমের সঙ্গে তলায় তলায় যোগাযোগ রেখেছিলেন শুভেন্দু-শিশির।
এদিন দলীয় প্রার্থী ভোটের প্রচারে হলদিয়ার সভা থেকে নন্দীগ্রামের ২০২১-এর বিধানসভা ভোটের প্রসঙ্গ তোলেন মমতা। তীব্র আক্রমণ করে তিনি বলেন, “নন্দীগ্রামে আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমার ভোট লুঠে করা হয়েছে। বিজেপি ক্ষমতায় আসবে ভেবে এসপি, ডিএম, আইসি সব বদল করা হয়। নন্দীগ্রামে ওরা সেদিন লোডশেডিং করিয়ে জিতেছিল। সে কথা আমি ভুলিনি।” হুঙ্কার দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, “নন্দীগ্রামে যে প্রতারণা হয়েছে, আজ না হয় কাল এর বদলা নেবই। আমার কেস আদালতে রয়েছে। চিরকাল বিজেপি থাকবে না। চিরকাল, ইডি-সিবিআই কোলে করে রাখবে না। চিরকাল এনআইএ, ইনকামট্যাক্স পাশে থাকবে না। এর বদলা আমি নেবই। কখন নেব, কীভাবে নেব, তা সময় ঠিক করবে।”
নন্দীগ্রাম আন্দোলনের প্রসঙ্গে তুলে শুভেন্দু-শিশিরকে তীব্র কটক্ষ করেন মমতা। নাম না করে তৃণমূল সভানেত্রীর বিস্ফোরক অভিযোগ, “সেই সময় বাপ-বেটা ঘরে বসে ছিল। সিপিএমের সঙ্গে তলায় তলায় যোগাযোগ করেছিল। সিপিএম নেতাদের লুকিয়ে জিজ্ঞাসা করবেন, বলে দেবে।” নাম না করে শিশির অধিকারী ও ‘গদ্দার’ শুভেন্দু অধিকারীকে তীব্র খোঁচা দেন মমতা। তাঁর কথায়, “যখন তৃণমূল কংগ্রেস গঠন করি বাপও ছিল না, ব্যাটাও ছিল না। ওরা কংগ্রেস করত। এখানে ছিল অখিল গিরি। আমাদের হাত ধরে জেতার আগে ওরা অনেকবার হেরেছে। এখন বিজেপিতে গিয়েছে টাকা বাঁচানোর জন্য।” চাকরি বিক্রির অভিযোগও তোলেন তৃণমূল সভানেত্রী। পূর্ব মেদিনীপুরবাসীর কাছে মমতার বার্তা, কাদের থেকে গদ্দাররা চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন, তাঁরা যেন গোপনে যে কথা তাঁকে জানিয়ে দেন। তৃণমূল সভানেত্রীর আশ্বাস, অভিযোগকারীদের কোনও ক্ষতি তিনি হতে দেবেন না।
Leave a Reply