কয়লা পাচারকাণ্ডে আদালত কক্ষ থেকেই বিকাশকে হেফাজতে নিল সিবিআই

নিউজ ডেস্ক: কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রকে হেফাজতে নিল সিবিআই। বিকাশকে আদালত কক্ষ থেকেই হেফাজতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এতদিন তিনি জামিনে মুক্ত ছিলেন। আসানসোলের বিশেষ সিবিআই আদালত তাঁকে ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিলেন। বিকাশকে সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী।

২০২১-এর ডিসেম্বরে কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রকে দিল্লি থেকে গ্রেফতার করে সিবিআই। কিন্তু, গ্রেফতারির পর, বেশিরভাগ সময় তিনি হাসপাতালেই ছিলেন। পুলিশ হেফাজতে পেলেও বিকাশকে হেফাজতে পায়নি সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, জেরা এড়াতেই হাসপাতালে ভর্তি হন বিকাশ। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে জামিনে ছাড়া পেয়েছিলেন তিনি।

সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। ১০ এপ্রিল সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, বিকাশকে ৪ দিনের জন্য হেফাজতে নিতে পারে সিবিআই। কিন্তু চারদিনের পর পঞ্চম দিন থেকে কী হবে, তা নিয়ে জটিলতা তৈরি হয়। এই জটিলতা কাটাতে পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিকাশ। এর জন্য, সিবিআই আদালত তাঁকে সময়ও দেয়। কিন্তু সেই সময় পেরিয়ে যাওয়ার পরও, সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ দেখাতে পারেননি বিকাশ। তাই শুক্রবার আদালত কক্ষ থেকেই বিকাশকে হেফাজতের নির্দেশ দেন বিচারক।

এদিন, সিবিআইয়ের তদন্তকারী অফিসারের উদ্দেশে বিচারক প্রশ্ন করেন, তাঁরা এই মুহূর্তে বিকাশকে হেফাজতে নিতে প্রস্তুত কিনা। কয়লা পাচারকাণ্ডের তদন্তকারী আধিকারিক উমেশ কুমার সম্মতি জানালে, সঙ্গে সঙ্গে বিকাশকে হেফাজতে নেওয়ার নির্দেশ দেন বিচারক। রায় পুনর্বিবেচনার আর্জি জানান বিকাশ। আরও কিছুদিন সময় চান তিনি। কিন্তু সেই সময় দিতে রাজি হননি বিচারক। বিচারক বলেন, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, তা পালন করা তাঁদের কাজ। এরপরই বিকাশকে ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। মঙ্গলবার ফের তাঁকে আদালতে পেশ করা হবে।

কয়লা পাচার মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ CISF-এর ইন্সপেক্টর আনন্দ সিংহ এবং কেন্দ্রীয় কয়লামন্ত্রকের ECL-এর প্রাক্তন ডিরেক্টর সুনীলকুমার ঝা-কে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। আজ তাঁদের তোলা হয় আসানসোল কোর্টে।