Weather Report: নিম্নচাপের প্রভাবে আগামী ৪৮ ঘন্টা ভোগান্তিতে থাকবে উপকূলীয় জেলা গুলি

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: কখন ঝলমলে রোদ আবার কখন বা কালো করে আসা মেঘ। মানুষকে ক্ষণিকের স্বস্তি দিলেও সম্পূর্ণভাবে গরম থেকে রেহাই পাচ্ছে না জনগণ। এমত অবস্থায় বৃষ্টির ভোগান্তি লেগেই রয়েছে। বঙ্গোপসাগরের ওপরে একটি ঘুর্নবর্তের সৃষ্টি হয়েছিল যা এখন নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের ফলেই বৃষ্টির ভোগান্তি দেখা দিচ্ছে উপকূলীয় অঞ্চল গুলিতে এবং ওড়িশা ও ছত্তিশগড়ে। এ দিকে, নিম্নচাপের ফলে জলীয় বাষ্পের জোগানও বেড়েছে। এই মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপের যুগলবন্দিতেই রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই পরিণত হয়েছে নিম্নচাপে৷ তাই, আগামী ৪৮ ঘণ্টা কপালে রয়েছে ভোগান্তি৷ উত্তর-পশ্চিম ও পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে এই নিম্নচাপ। ওড়িশার উপর দিয়ে যাচ্ছে ছত্তীসগড় পর্যন্ত। তাই এর সরাসরি প্রভাব পড়বে পড়শি রাজ্য ওড়িশা ও ছত্তীসগড়ে৷

ঝাড়খণ্ড থেকে একটি মৌসুমি অক্ষরেখা চলে গিয়েছে বঙ্গোপসাগর পর্যন্ত। সেই অক্ষরেখা গিয়েছে দক্ষিণবঙ্গের উপর দিয়ে। এ দিকে, নিম্নচাপের ফলে জলীয় বাষ্পের জোগানও বেড়েছে। এই মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপের যুগলবন্দিতেই রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে কেবলমাত্র ঘূর্ণাবর্তের জন্যই নয় অন্যদিকে ঝাড়গ্রাম থেকে মৌসুমীর একটি অক্ষরেখা ছত্রিশগড় অবদি বিস্তৃত হয়েছে। তার ফলেও এই ভারী বৃষ্টি সম্ভাবনা।