নিউজ ডেস্ক: স্বশাসনের স্বাধীনতা। এবার সহজেই স্বশাসনের জন্য আবেদন জানাতে পারবে যে কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। নয়া গাইডলাইন নিয়ে এল কমিশন। কমিশনের নতুন খসড়া অনুযায়ী, কলেজ পরিদর্শন করে স্বশাসনের বিষয় এবার থেকে আর খতিয়ে দেখবে না কমিটি। বরং এখন থেকে, ইউজিসির একটি নতুন অ্যাপেক্স কমিটি গঠন করা হবে, যাঁরা কলেজগুলির স্বশাসনের আবেদন অনলাইন মাধ্যমে তৎক্ষণাৎ খতিয়ে দেখে নিজেদের মতামত কলেজগুলোকে এক মাসের মধ্যে রিপোর্টে জানাবে।
কী এই নয়া নিয়ম:
কলেজগুলি এখন থেকে কমিশনের পোর্টালে সরাসরি আবেদন জানাবে। বিশ্ববিদ্যালয়গুলিকে সেই আবেদন খতিয়ে দেখে স্বশাসনের পক্ষে বা বিপক্ষে মতামত জানাতে হবে একটি রিপোর্টের মাধ্যমে। যেই রিপোর্ট বিশ্ববিদ্যালয়গুলিকে অনলাইন মাধ্যমে আবেদনের ১ মাসের মধ্যে জমা দিতে হবে। ১ মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে না পারলে, কলেজের আবেদনে বিশ্ববিদ্যালয়ের সম্মতি আছে বলেই ধরা হবে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজগুলোকে আগামী ২৫ অক্টোবরের মধ্যে এই বিষয় নিজেদের মতামত জানাতে হবে।
কীভাবে এবং কোন কলেজগুলি আবেদন জানাতে পারবে:
প্রথমে দশ বছরের জন্য স্বায়ত্তশাসন দেওয়া হবে। কোনও কলেজ ন্যাকের ‘গ্রেড এ’ শংসাপত্র পেলে এই সময়সীমা নিজে থেকেই আরও দশ বছর বেড়ে যাবে। কারিগরি শিক্ষার কলেজগুলোর ক্ষেত্রে অন্তত তিনটি কোর্সে ন্যূনতম ৬৭৫ স্কোর সহ এনবিএ-র অনুমোদন থাকতে হবে।
যে কলেজগুলো টানা ১৫ বছর ধরে স্বশাসিত, নতুন নিয়মে তাদের স্থায়ীভাবেই সেই ক্ষমতা দেওয়া হবে। তবে,যতদিন তারা ন্যাক বা এনবিএ রেটিং ধরে রাখতে পারবে, ততদিন তাদের আলাদাভাবে এক্সটেনশনের জন্য আবেদন করতে হবে না।
আরও পড়ুন: জীবনের আর কদিন! পরমাণু আক্রমণের আশঙ্কা ভুলতে সম্ভোগে মাততে চলেছেন ইউক্রেনবাসী
এই নিয়ে কমিশনের চেয়ারম্যানের বক্তব্য:
কমিশনের চেয়ারম্যান অধ্যাপক জগদেশ কুমার বলেন, “দেশে প্রায় ৫০০ স্বশাসিত কলেজ রয়েছে। নতুন নীতিতে কলেজগুলো তাদের কোর্স এবং সিলেবাস নির্ধারণ করতে পারবে। স্থানীয় চাহিদা অনুযায়ী তারা কোর্স বদলাতেও পারবে। এরপর তারা ভর্তির নিজস্ব নিয়ম এবং পরীক্ষাপদ্ধতিও নির্ধারণ করতে পারবে।”
Leave a Reply