weather forecast

Weather Forecast: সপ্তাহের শুরুতেই স্বস্তি বঙ্গবাসীর! কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস

ইউ এন লাইভ নিউজ: আষাঢ়ম্ভেই দক্ষিণবঙ্গে হাঁসফাঁস গরম থেকে কি রেহাই পেতে চলেছে বঙ্গবাসী? এদিন এই প্রশ্নের উত্তর পাওয়া গেল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আজ অর্থাৎ সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি শুরু হবে, চলবে শুক্রবার পর্যন্ত। আলিপুর হাওয়া অফিস সূত্রে এমনই জানানো হয়েছে। মৌসম ভবন সূত্রে আরও জানানো হয়েছে, আজও দক্ষিণবঙ্গের তিন জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। মঙ্গলবার থেকে আর কোনও জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে না। বুধবার থেকে বর্ষা প্রবেশ করতে চলেছে দক্ষিণবঙ্গে।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যদিও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ায় বৃষ্টি হলেও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে।

আজ ও আগামীকাল উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন।