নিউজ ডেস্ক: ৩১ নং ওয়ার্ডের এক মহিলাকে সপাটে চড় মারার অভিযোগ উঠেছে বিজেপি কাউন্সিলর মমতা দাসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে। মহিলাকে চড় মারার ঘটনা সামনে আসতেই খড়গপুর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রের খবর, খড়গপুরের ৩১ লম্বর ওয়ার্ডে জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বচসা বাধে। সেই বচসাই হাতাহাতিতে পরিনত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কাউন্সিলর মমতা দাস। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিরপেক্ষ ভাবে বিচার না করে তাঁরই ঘনিষ্ঠ পরিবারের হয়ে সওয়াল করেন। তার পরেই অন্য পরিবরের সদস্যদের ওপর চড়াও হন। চড় মারেন। বাদ দেননি মারধর করতেও।
আক্রান্ত পরিবার জানিয়েছে, কাউন্সিলরের বিরুদ্ধে খড়গপুর টাউন থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে কাউন্সিলরের চড় মারার ঘটনায় পঞ্চায়েত ভোটের আগে অস্বস্তিতে পড়েছে বিজেপি।