anwar ali

Anwar Ali: দেশের ভরসাযোগ্য ডিফেন্ডারকে নিয়ে বাড়ল জটিলতা! চার মাসের নির্বাসন আনোয়ার আলিকে

ইউ এন লাইভ নিউজ: দেশের ভরসাযোগ্য ডিফেন্ডার আনোয়ার আলিকে নিয়ে জটিলতা আরও বাড়ল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির তরফ থেকে গত ১০ সেপ্টেম্বর আনোয়ার আলিকে চার মাসের নির্বাসন এবং ইস্টবেঙ্গল ও দিল্লি এফসিকে দুইটি ট্রান্সফার উইন্ডোতে নির্বাসিত করা হয়, তার সাথে মোহনবাগান সুপার জায়ান্টকে ১২.৯০ কোটি টাকা ক্ষতিপূরণও দিতে হবে। সেই রায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছিল ইমামি ইস্টবেঙ্গল প্রাইভেট লিমিটেড এবং দিল্লি এফসি।

শুক্রবার সেই পিটিশনের রায় জানাল দিল্লি হাইকোর্ট। সেখানে পিএসসির এই বিষয়টি নিয়ে যাবতীয় সমস্ত সিদ্ধান্তকে খারিজ করা হয়েছে। আদালতে ফেডারেশনের আইনজীবীকে প্রশ্ন করা হয়, পিএসসির এই রায়ের লিখিত কারণ আছে কিনা? সেখানে আইনজীবী নেতিবাচক উত্তর দেওয়ায় আদালত প্রশ্ন তোলে, কোনও লিখিত কারণ ছাড়া কীভাবে এই ধরণের রায় ঘোষণা করা যেতে পারে?

আর এই কারণে প্লেয়ার স্ট্যাটাস কমিটির সমস্ত সিদ্ধান্ত ও রায়কে খারিজ করা হয়েছে। ফলে যেমন আনোয়ারের নির্বাসন, ইস্টবেঙ্গল-দিল্লির ট্রান্সফার ব্যান ও ক্ষতিপূরণের রায়ও আপাতত স্থগিত রয়েছে, তেমনই আনোয়ার আলিকে দেওয়া নো অবজেকশন সার্টিফিকেটের সিদ্ধান্তকেও স্থগিত রাখা হয়েছে। যার ফলে আইনিভাবে আনোয়ার আপাতত ইস্টবেঙ্গলের খেলোয়াড় নন।

এদিকে শনিবার প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনোয়ার আলি, মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির এই পুরো বিষয়টি নিয়ে আবারও বসবে। পাশাপাশি দিল্লি হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে, সুস্পষ্ট লিখিত কারণ যেন আদালতে জমা দেওয়া হয়।