World Cup 2022: অস্ট্রেলিয়ার কাছে প্রথমে গোল খেয়েও, ৪-১ গোলে জয় ফ্রান্সের

স্পোর্টস ডেস্ক: এবারের বিশ্বকাপ শুরুর আগেই ‘হট ফেভারিটের’ ট্যাগ তাদের গায়ে লেগে গেছে। শেষবারের চ্যাম্পিয়নও তারা। এবারের দলে নেই করিম বেনজেমা, পল পগবা, এনগোলো কন্তে, এনকুকুর মত তারকা ফুটবলাররা। এরই মধ্যে , খেলার বয়স মাত্র ৯ মিনিট হতেই গোল খেয়ে পিছিয়ে যায় তারা। ঘোর শঙ্কা। আবার কি আর্জেন্টিনার মতো আরেকটা অঘটন ঘটতে যাচ্ছে ? কিন্তু ওই শুরুর ধাক্কাটাই কাজে দেয়। পরের ছবিটা বদলে যায় ব়্যাবিয়ট, জিরু আর এমবাপ্পেদের দাপটে। ৪-১ গোলে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে, জয় তুলে নেয় ফ্রান্স। জোড়া গোল করেছেন অলিভিয়ার জিরু।

মঙ্গলবার মাঝ রাতের ম্যাচে খেলার বয়স তখন মাত্র ৯ মিনিট। ক্রেগ গুডউইনের গোলে এগিয়ে গেল অস্ট্রেলিয়া (০-১)। ফ্রান্সের রক্ষণ শুরুতেই বেসামাল লাগলো। ফিটনেস সমস্যায় রাফায়েল ভারান রিজার্ভ বেঞ্চে। তারমধ্যে চোট পেলেন লেফট ব্যাক লুকাস হার্নান্দেজ। পরিবর্তে নামানো হল থিও হার্নান্দেজকে।

২৭ মিনিটে ব়্যাবিয়টের গোলে সমতা ফেরায় ফ্রান্স। অস্ট্রেলিয়া কর্নার সামাল দিয়ে বল বিপদ সীমানার বাইরে পাঠানোর সঙ্গে সঙ্গে থিও হার্নান্দেজ সেই ফিরতি বলটি বক্সে পাঠান। অজি কিপার রায়ানকে হতচকিত করে ব়্যাবিয়ট হেড করে এগিয়ে দেন দলকে (১-১)।

ব়্যাবিয়টের পর জিরুর দুরন্ত এক গোল। ব়্যাবিয়টের মাপা পাস ধরে জিরু অজি ডিফেন্সকে টলিয়ে বিপক্ষের জালে বল পাঠিয়ে দেন (২-১) । এই গোলটিতে তিনি দেশের জার্সিতে খেলে ৫০ গোলের নজির গড়ে ফেললেন ।

৪৩ মিনিটে দারুণ সুযোগ পায় ফ্রান্স। এমবাপ্পে ব্যাকহিল পাস দেন গ্রিজম্যানকে। কিন্তু সেই বল ধরেও শটটি সঠিক নিশানায় রাখতে পারেননি গ্রিজম্যান। তার নিচু শট চলে যায় বাইরে।

বিরতিতে ২-১ গোলে এগিয়ে ফ্রান্স। বিরতির পর মাঠে ফিরে তারা যেন আরও উজ্জীবিত, আরও ক্ষুরধার। আরও আগ্রাসী।

৬৮ মিনিটে দলকে আরও এগিয়ে দেন এমবাপ্পে। ওসমান দেম্বেলের পাস থেকে দারুণ এক গোল করেন তিনি (৩-১)। এর তিন মিনিট পরে জয়ের ব্যবধান আরও বাড়িয়ে ফেলে ফরাসি দল। এমবাপ্পের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন জিরু (৪-১)। দেশের জার্সিতে এটি জিরুর ৫১ নম্বর গোল। এই গোলেই ফরাসি তারকা থিয়েরি অঁরির রেকর্ড ছুঁলেন তিনি।

কাতার বিশ্বকাপ অভিযান ফ্রান্স ৪-১ গোলের দুর্দান্ত জয় দিয়ে শুরু করে দিল ।

About Dipankar Guha

Check Also

Diamond harbor FC

Diamond harbor FC: আপাতত বাতিল করে দেওয়া হল ডায়মন্ড হারবার এফসির দুটি ম্যাচ, পরবর্তী তারিখ এখনও নির্ধারিত হয়নি

ইউ এন লাইভ নিউজ: আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত আই লিগ ৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *