Cop-27: সমুদ্র গিলে নেবে সুন্দরবনকে, আশঙ্কায় বিজ্ঞানীরা

নিউজ ডেস্ক: কনফারেন্স অব পার্টিজ-২৭ বা কপ-২৭। অর্থাৎ ২৭তম জলবায়ু সম্মেলন। মিশরের শারম-আল-শেখে রবিবার থেকে শুরু হয়েছে এই সম্মেলন। সম্মেলনে অংশ নিচ্ছে ১৯৮টি দেশের প্রায় ৩০ হাজার মানুষ, সঙ্গে রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা ও পরিবেশ কর্মীরাও। এই সম্মেলনে জানানো হয়েছে যে, বিশ্বের যেসব দেশ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি বিপদের মুখে রয়েছে, তার মধ্যে অন্যতম ভারত, পাকিস্তান, বাংলাদেশ। এর প্রভাব সবার আগে পড়বে ভারত-বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে।

এই সম্মেলনে কপ-২৭-এর পক্ষ থেকে একটি নতুন কর্মসূচী নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আগামী দিনে সুন্দরবন অঞ্চলের ক্ষয়-ক্ষতির জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা করবে কনফারেন্স অব পার্টিজ-২৭। কনফারেন্স অব পার্টিজ জানিয়েছে, ইতিমধ্যেই সুন্দরবন অঞ্চলে পরিবেশগত দিকে থেকে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে। যার প্রভাব পড়বে সুন্দরবনবাসীর উপরও।

কী আশঙ্কা?

বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) রিপোর্ট অনুযায়ী, ২০১৫ থেকে ২০২২ সাল এই আটটি বছর এখনও পর্যন্ত সবচেয়ে উষ্ণতম বছর। এবং ২০২২ এর পর বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি পাবে ১.৫ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে, মারাত্মক খাদ্য ঘাটতি দেখা দেবে বিশ্ব জুড়ে। অন্যদিকে, কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ কমানোর ক্ষেত্রেও কোনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

অনেক বিজ্ঞানীর আশঙ্কা যে চলতি শতকের শেষে গিয়ে বিশ্বের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে।

এর ফলে,

  • ১) ব্রিটেনে বৃষ্টিপাতের মাত্রা প্রচণ্ডভাবে বেড়ে গিয়ে ঘনঘন বন্যা হবে।
  • ২) সাগরের উচ্চতা বেড়ে প্রশান্ত মহাসাগর অঞ্চলের ছোট অনেক দ্বীপ বা দ্বীপরাষ্ট্র বিলীন হয়ে যেতে পারে।
  • ৩) আফ্রিকার অনেক দেশে খরার প্রকোপ বাড়তে পারে এবং পরিণতিতে খাদ্য সঙ্কট দেখা দিতে পারে।
  • ৪)অস্ট্রেলিয়ায় অতিরিক্ত গরম পড়তে পারে এবং খরার প্রকোপ দেখা দিতে পারে।

সুন্দরবনের জন্য উদ্বেগ

সমুদ্রের জলের স্তর বৃদ্ধি পাওয়া ১৯৯৩ সালের পর থেকে প্রায় দ্বিগুনের কাছাকাছি হয়েছে। এর ফলে সুন্দরবনের অস্তিত্ব চরম সংকটের মধ্যে রয়েছে বলে জানিয়েছে, বিশ্ব আবহাওয়া সংস্থা। সম্প্রতি করা সমীক্ষা অনুযায়ী, সুন্দরবনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অর্থাৎ জলের স্তর বেড়েছে ৮ মিলিমিটার। যেখানে বিশ্বের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে গড়ে ৩.৫ মিলিমিটার। যা সুন্দরবনের জন্য এক মারাত্মক অশনি সংকেত।

আরও পড়ুন: ভস্মীভূত এমার সংস্থার ৩৫ তলার বহুতল, ভাইরাল ভিডিও

কপ-২৭-র সিদ্ধান্ত

এই সংকট থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ, উপকূলীয় এলাকায় সবুজ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কপ-২৭। পাশাপাশি ঝুঁকিতে থাকা মানুষজনের জন্য নানা প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও সহায়তা কর্মসূচী নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ২০২২ সালের শেষ চন্দ্রগ্রহণ, কখন দেখা যাবে ? জেনে নিন