IPL MEGA AUCTION

IPL 2025: আইপিএল মেগা নিলামে ফ্র্যাঞ্চাইজি আর বিসিসিআই দ্বন্দ্ব

ইউ এন লাইভ নিউজ: সবে মাত্র শেষ হয়েছে আইপিএল। সামনে বিশ্বকাপ। তার মাঝেই পরবর্তী আইপিএল মরশুমের দামামা বেজে গেল। চলতি বছরের ডিসেম্বরে হতে চলেছে আইপিএল ২০২৫-র মেগা নিলাম। সেই নিয়ে আইপিএল কর্তাদের মধ্যে এখন থেকেই ভাবনা-চিন্তা শুরু হয়ে গেল।

আইপিএলের দলগুলির নকশা অনেকটাই বদলে যায় মেগা নিলামে। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া প্রায় প্রায় নিশ্চিত। কেএল রাহুলকেও আর হয়ত লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে দেখা যাবে না। একইসঙ্গে অন্যান্য তারকারাও নিজেদের পুরোনো ফ্র্যাঞ্চাইজি ছেড়ে অন্য দলে পা রাখতে পারেন। রিটেনশন নিয়ম নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে। আগের মেগা নিলামে চারজন প্লেয়ারকে ধরে রাখতে পেরেছিল ফ্র্যাঞ্চাইজিগুলি। তার মধ্যে একজন ক্রিকেটারের জন্য রাইট টু ম্যাচ (আরটিএম) কার্ড ব্যবহার করা গেছিল। শোনা যাচ্ছে, এবারেও একই নিয়ম থাকতে চলেছে। চারজনকে ধরে রাখা যাবে। কিন্তু বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি এই সংখ্যা বাড়ানোর জন্য আর্জি জানিয়েছে বিসিসিআইকে। অনেকেই চাইছেন আট জন প্লেয়ারকে রিটেন করতে। কিন্তু বোর্ডের আশঙ্কা তাতে নিলামের আকর্ষণ কমে যেতে পারে। সেই কারণেই চারজনের নিয়ম বজায় রাখতে চাইছে তারা।

কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি‌ মাইসোর মনে করেন, রিটেনশনের বদলে আটটা রাইট টু ম্যাচ কার্ড থাকা উচিত। সেক্ষেত্রে আট জন ক্রিকেটারকে তাঁদের মার্কেট ভ্যালুতেই ধরে রাখা যাবে। এক্ষেত্রে আর্থিকভাবেও তাঁদের সাথে ন্যায় করা হবে।”

আইপিএলের মধ্যেই এই নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে আলোচনায় বসার কথা ছিল বোর্ড কর্তাদের। কিন্তু সেই বৈঠক হয়নি। কবে সেই মিটিং হবে এখনও কোনও খবর নেই। জুন মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার একেবারে বিশ্বকাপ শেষ হওয়ার পরও হতে পারে সেই বৈঠক।

About Sukanya Chatterjee

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *