Pushpa 2

Pushpa 2: ‘পুষ্পা ২’ এর মুক্তি নিয়ে ধোঁয়াশা, ১৫ তারিখে মুক্তি পাচ্ছে না আল্লু অর্জুনের ছবি

ইউ এন লাইভ নিউজ: ‘পুষ্পা ২’ এর মুক্তি নিয়ে ধোঁয়াশা। ১৫ অগাস্ট মুক্তি পাবে না ‘পুষ্পা ২’। ছবি পিছিয়ে যাওয়ায় রীতিমত চিন্তায় ভক্তেরা। অন্যদিকে চরম অসুস্থ আল্লু অর্জুনও। একদিকে যখন পুষ্পা ২ মুক্তির উন্মাদনা তুঙ্গে, অন্যদিকে তখন ছবি মুক্তির দিনক্ষণ নিয়ে মাথায় হাত নির্মাতাদের। কয়েক মাস আগেই ঢাকঢোল পিটিয়ে জানানো হয়েছিল, ১৫ আগস্ট মুক্তি পাবে পুষ্পা ২। আর এখন নাকি সবটাই অথৈ জলে। আর সেই জটেই লাভ খুঁজছে বাংলার পরিচালকরা। বলা যায় যে, ঘোলা জলে মাছ ধরতে চাইছে টলিপাড়ার নির্মাতারা।

সূত্র বলছে, ‘পুষ্পা ২’-এর শুটিংয়ের কাজ নাকি এখনও সম্পূর্ণ হয়নি। ওদিকে ছবির ভিএফএক্সের কাজও সম্ভবত বাকি। এছাড়াও লিড চরিত্র আল্লু অর্জুনের শারীরিক অসুস্থতাও নাকি একটা বড় কারণ। এইসব কারণেই ছবি মুক্তির তারিখ পিছানোর সম্ভাবনা প্রবল। আর এটা সত্যি হলে ভক্তদের জন্য যে একটা বড় ঝটকা হবে সেকথা বলাই বাহুল্য। তবে শোনা যাচ্ছে, পুষ্পা রিলিজ না হলে ঐ ফাঁকে তিনটি বাংলা ছবি রিলিজ করতে পারে। তালিকায় রয়েছে ‘পদাতিক’, ‘বাবলি’ ও ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। কারণ এটা ভীষণভাবে সত্যি যে, দক্ষিণী ছবির ধামাকায় বার বার মুখ থুবড়ে পড়েছে বাংলা ছবিগুলি। আর ‘পুষ্পা ২’এর উপর তো নজর, গোটা দুনিয়ার। তাই ১৫ অগাস্ট পুষ্পা রিলিজ না হলে তা যে বাংলা ছবির জন্য ভাল, সেটা তো জানা কথা।

করোনা পিরিয়ডে এই ছবিই বক্স অফিসে অক্সিজেন জুগিয়েছিল। ম্যাসিভ হিট হয়েছিল ছবিটি। চন্দন কাঠ মাফিয়া রাজা পুষ্পা আর শ্রীবল্লীর প্রেমে হারিয়ে গেছিল গোটা দুনিয়া। রাতারাতি প্যান ইন্ডিয়া তারকা হয়ে উঠেছিলেন আল্লু অর্জুন। তার পর প্রায় তিন বছরের বিরতি। বিরতি কাটিয়ে এবার যেন আরও বড় করে আসতে চলেছে ‘পুষ্পা ২’। স্বাভাবিকভাবেই ছবির দ্বিতীয় পর্বের আশায় দিন গুনছে ভক্তরা।

ইতিমধ্যেই ছবির টিজার আর ট্রেলারে নজর কেড়েছেন আল্লু অর্জুন। সম্পূর্ণ ভিন্ন অবতারে ধরা দিয়েছেন অভিনেতা। দ্বিতীয়ভাগে নাকি রশ্মিকার চরিত্রটিকেও আরও শক্তিশালী করে তোলা হয়েছে। আর খলনায়কের ভূমিকায় ফাহাদ ফসিল একেবারে মারকাটারি। দিনকয়েক আগে ডেভিড ওয়ার্নার একটি বিজ্ঞাপনে ‘পুষ্পা রাজ’-এর স্টাইল তুলে ধরেছিলেন‌। তাহলেই বুঝতে পারছেন যে, পুষ্পা নিয়ে ক্রেজ কতটা।‌ হাতে অবশ্য দুটো মাস সময় রয়েছে। ‘পুষ্পা ২’ এর মুক্তি যে সত্যিই পিছিয়ে গেছে সেটাও এখনও স্পষ্ট নয়। আপাতত নির্মাতাদের পরবর্তী ঘোষণার দিকেই নজর থাকছে সকলের।