রাজ্যের বকেয়া আদায়ে তৃণমূলের পাশে কংগ্রেস

নিউজ ডেস্ক: একশো দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্র-রাজ্য দড়ি টানাটানি অনেকদিনের। রাজ্যের বকেয়া আদায়ের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চিঠি লিখেছিলেন। কেন্দ্রীয় পঞ্চায়েতমন্ত্রী গিরিরাজ সিং ফোন করে বলেছিলেন, বকেয়া মিটিয়ে দেওয়া হবে। কিন্তু তাতেও জট কাটেনি। মেলেনি বকেয়া টাকা। রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারি বকেয়া টাকা দিতে নিষেধ করেন। তিনি বলেন, রাজ্যকে একশো দিনের টাকা দিতে বারন করব। এই পরিস্থিতিতে বাংলার একশো দিনের কাজ প্রকল্পে রাজ্যের বকেয়া অবিলম্বে মেটানোর দাবিতে তৃণমূল পাশে দাঁড়াল কংগ্রেস।

তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্প্রতি লোকসভায় ইস্যুটি তোলেন। তখনই তাঁকে সমর্থন করেন কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরী। তিনিও নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে বাংলার প্রাপ্য মেটানোর দাবি করেছেন।

লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একশো দিনের কাজ প্রকল্প নিয়ে বলতে গিয়ে বলেন, “বাংলা থেকে অনেক সদস্যই অভিযোগ করেছেন যে, আমরা তাঁদের বিল আটকে রেখেছি। পশ্চিমবঙ্গের মনরেগা তহবিল ২০২২-এর মার্চ থেকে আটকে রয়েছে। কারণ, বিভিন্ন জনের কাছ থেকে এ বিষয়ে অভিযোগ জমা পড়েছে। মনরেগা আইন অনুযায়ী, কেন্দ্র সরকারের কাছে অভিযোগ জমা পড়লে তা ততদিন আটকে রাখা হবে যতদিন না সংশ্লিষ্ট রাজ্যের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যাখ্যা পাওয়া যায়।”

আরও পড়ুন: মেডিক্যাল কলেজ: অনশনের অষ্টম দিনে পড়ুয়াদের সমর্থনে প্রতীকি অনশন অভিভাবকদের

এরপরেই সুদীপ বন্দ্যোপাধ্যায় অর্থমন্ত্রীকে জানান, এই বিষয়ে সব কিছু নিয়েই আলোচনা হয়েছে। এক সময় নির্মলা ও সুদীপের মধ্যে বাদানুবাদের মধ্যেই অধীরবাবু উঠে দাঁড়িয়ে অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবেই কেন্দ্র বাংলার প্রাপ‌্য অর্থ আটকে রেখেছে।