ভারত জোড়ো যাত্রার মঙ্গলকলস নিয়ে প্রকাশ্যে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব

নিউজ ডেস্ক: কংগ্রেসের ‘ভারত জোড়ো’ যাত্রার মঙ্গলকলস চুরি হয়ে গেল পলাশিতে। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল কংগ্রেসের সভাস্থল। ঘটনাস্থলেই বিবাদে জড়িয়ে পড়ল কংগ্রেসের স্থানীয় দুই গোষ্ঠী। যদিও এই বিবাদের কথা অস্বীকার করেছে কংগ্রেস নেতৃত্ব। ভারত জোড়ো যাত্রার মঙ্গলকলস চুরি প্রসঙ্গে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরি বলেন, ঘট যেখানে ছিল, সেখানেই আছে। নিজেদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল।

শনিবার নদিয়ার পলাশিতে সভা করে মুর্শিদাবাদে ঢোকার কথা ছিল ভারত জোড়ো পদযাত্রার। সেই মতো পদযাত্র শুরু হতেই দেখা যায়, মঙ্গলকলসটি চুরি গিয়েছে। এর পরেই স্থানীয় কংগ্রেস কর্মী-সমর্থকরা দুই ভাগে ভাগ হয়ে একে অপরকে দোষারোপ করতে থাকেন। এরপরেই সামনে চলে আসে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব।

আরও পড়ুন: বামেদের প্রশংসা করতে গিয়ে একি বললেন শুভেন্দু!

নাকাশি পাড়ায় আনিসুর রহমান এবং পুলক সিংহ রায়ের গোষ্ঠীর মধ্যে বহুদিন ধরেই গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। এদিন মঙ্গলঘট চুরি যাওয়ার ঘটনায় ওই দ্বন্দ্বই ফের সামনে চলে আসে। দুই গোষ্ঠীই দাবি করেন, মঙ্গলকলস চুরি যাওয়ার পিছনে রয়েছে অন্য গোষ্ঠীর হাত। তবে বেশে কয়েক ঘন্টা খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত ঘটটি পাওয়া যায় একটি ধানক্ষেত থেকে।