নিউজ ডেস্ক : দীর্ঘ অপেক্ষার অবসান। রামমন্দিরের পর এবার প্রকাশ্যে এলো অযোধ্যা মসজিদ নির্মাণের কাজ শেষ হওয়ার দিনক্ষণ। মসজিদ নির্মাণের কাজ করা ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে মসজিদ নির্মাণের কাজ। আর তা সত্যি হলে কাকতালীয়ভাবে একইসঙ্গে রামমন্দির ও মসজিদের কাঠামোর নির্মাণ কাজ শেষ হবে।
সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই রামমন্দির নির্মাণের কাজ শুরু হলেও, দীর্ঘ প্রতীক্ষার পর এবার শুরু হতে চলেছে মসজিদ নির্মাণের কাজও। মসজিদ নির্মাণের জন্য গঠিত ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, এই জমিতে মসজিদের পাশাপাশি একটি হাসপাতাল, কমিউনিটি কিচেন, লাইব্রেরি এবং একটি গবেষণা ইনস্টিটিউট নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্টের সেক্রেটারি আতহার হুসেন জানিয়েছেন, ‘চলতি মাসের শেষের দিকে অযোধ্যা উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে মসজিদ ও অন্যান্য নির্মাণের নকশা পাবো বলে আশাবাদী।এরপরই মসজিদের নির্মাণ কাজ শুরু হবে। মসজিদের নাম হবে ‘ধন্নীপুর অযোধ্যা মসজিদ’ এবং মসজিদের পুরো কমপ্লেক্স এবং অন্যান্য কমপ্লেক্স ‘মৌলভী আহমদুল্লাহ শাহ কমপ্লেক্স’ নামে পরিচিত হবে।
ফাউন্ডেশনের সেক্রেটারি আরও জানিয়েছেন, মসজিদের জমিতে নির্মিত হাসপাতালে প্রাথমিকভাবে ১০০ টি শয্যা থাকলেও, পরবর্তীতে ২০০ টি শয্যার ব্যবস্থা করা হবে। এ ছাড়া কমিউনিটি কিচেনে প্রাথমিক পর্যায়ে দৈনিক এক হাজার মানুষের জন্য খাবার তৈরি করা হবে। পরবর্তীতে ২০০০ জন মানুষের জন্য খাবার তৈরি করা হবে। কমিউনিটি কিচেনে রোগী ও হাসপাতালের কর্মীসহ যে কোনো অভাবী মানুষ বিনামূল্যে খেতে পারবেন।
Leave a Reply