যোগী আদিত্যনাথ: ২০২৩-এর মধ্যে সম্পূর্ণ হবে রাম মন্দির নির্মাণের কাজ

নিউজ ডেস্ক : হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি। তারই মধ্যে এবার প্রচারে ঝড় তুলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হিমাচল প্রদেশের ভোট প্রচারের মঞ্চ থেকে তিনি জানিয়েছেন, অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ ২০২৩ সালের শেষের দিকেই সম্পন্ন হয়ে যাবে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, ‘আমি আজ আপনাদের জানাতে পেরে খুবই আনন্দিত যে অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণের কাজ অর্ধেক হয়ে গেছে। ৫০০ বছরেরও বেশি অপেক্ষার পরে ২০২৩ সালের শেষ নাগাদ মন্দিরের নির্মাণ কাজ শেষ হবে।’ তিনি মন্দির নির্মাণকে একটি ঐতিহাসিক কাজ বলে বর্ণনা করেছেন।

মঙ্গলবার হিমাচল প্রদেশের পালামপুরের জনসভায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বই রাম মন্দির নির্মাণের নেপথ্যে রয়েছে বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ। তিনি আরও বলেন, কংগ্রেস ক্ষমতায় থাকলে সমস্ত যুগান্তকারী সিদ্ধান্ত যেমন রাম মন্দির নির্মাণ, ৩৭০ ধারা বাতিল এবং সার্জিক্যাল স্ট্রাইক করা সম্ভব হত না, কারণ তাঁরা এই জাতীয় বিষয়গুলিকে পাত্তা দেয় না।

আরও পড়ুন : WB Dengue Cases: ডেঙ্গি মোকাবিলায় আধিকারিকদের জেলায় জেলায় পাঠানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

পালামপুর বিধানসভা আসনের বিজেপি প্রার্থী ত্রিলোক কাপুরের সমর্থনে ভোট প্রচার করার পাশাপাশি কংগ্রেসকে কটাক্ষ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কংগ্রেস শুধুমাত্র একটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ এবং তারা শুধু নিজের পরিবারের বিষয়েই উদ্বিগ্ন। কিন্তু নরেন্দ্র মোদি ও বিজেপি শিবিরের কাছে ভারতের জনগণরাই তাঁদের পরিবার।

যোগী আদিত্যনাথ জানিয়েছেন, আজ ভারত আন্তর্জাতিক মঞ্চে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান ভারত ছাড়া সম্ভব। বিশ্বে যখনই সংকট দেখা দেয়, সকলেই ভারতের দিকে তাকায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের নিরাপত্তাও জোরদার হয়েছে। এখন শত্রুরা ভারতের দিকে তাকাতেও ভয় পায়।

আরও পড়ুন : মধ্যবর্তী নির্বাচনে জনপ্রিয়তা ধরে রাখাই চ্যালেঞ্জ বাইডেনের