কর্মশিক্ষা, শারীরশিক্ষায় শুরু চাকরিপ্রার্থীদের কাউন্সিলিং, ঘোষণা স্কুল সার্ভিস কমিশনের

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার থেকে শুরু হবে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার শিক্ষক পদের চাকরিপ্রার্থীদের কাউন্সিলিং। মোট ১৬০০ চাকরিপ্রার্থীকে দেওয়া হবে সুপারিশপত্র। যার মধ্যে কর্মশিক্ষায় রয়েছে ৭৫০, এবং শারীরশিক্ষায় রয়েছে ৮৫০ পদ। স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: সামনের সপ্তাহ থেকেই কলকাতায় আসছে শীত,পারদ নামবে নিচের দিকে

বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে সল্টলেকের এসএসসি ভবনে শুরু হয়ে গেছে কাউন্সিলিং। স্কুল সার্ভিস কমিশনের নতুন ভবন স্থাপিত হয়েছে সল্টলেকে। সেখানেই চলছে কাউন্সিলিং। এসএসসি সূত্রে খবর, কাউন্সিলিংয়ের দিনই, চাকরিপ্রার্থীদের স্কুল নির্বাচন করা হবে। সুপারিশপত্র দেওয়া হচ্ছে ১ হাজার ৬০০ জনকে। যদিও, এই পদগুলিতে অপেক্ষমান চাকরিপ্রার্থীর সংখ্যা ১ হাজার ৪০৪ জন। অর্থাৎ, হিসেবে অনুযায়ী অপেক্ষমান প্রত্যেক চাকরিপ্রার্থীরই নিয়োগপত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিপ্রার্থীরা, দার্জিলিং ছাড়া রাজ্যের অন্যান্য জেলাগুলিতে, সরকারি সাহায্যপ্রাপ্ত ১ হাজার ৪০৯ টি স্কুলে নিয়োগের সুপারিশ পত্র পাবেন।

আরও পড়ুন: বাবারি ধ্বংস মামলা: নির্দোষ আদবানি-যোশি-উমা

সূত্রের খবর, নিয়োগ প্রক্রিয়ার সুবিধার্থে পুরুষ এবং মহিলা প্রার্থীদের আলাদা আলাদা কাউন্সিলিংয়ে ডাকা হচ্ছে। কর্মশিক্ষার চাকরিপ্রার্থীদের মধ্যে বৃহস্পতিবার ২৭৮ জন পুরুষ প্রার্থী এবং আগামীকাল, শুক্রবার ডাকা হয়েছে ৩০৩ জন মহিলা প্রার্থীকে। শারীরশিক্ষার প্রার্থীদের মধ্যে, ১২ই নভেম্বর ডাকা হয়েছে ২৮৩ জন পুরুষ প্রার্থীকে। ১৪ই নভেম্বর ডাকা হয়েছে ২৭২ জন মহিলা প্রার্থীকে।