মদন দত্ত লেনেই শুধু নয়, ফাটল বিবি গাঙ্গুলি স্ট্রিটেও, এমন অবস্থা কেন?

নিউজ ডেস্ক– বউবাজারের আতঙ্ক কাটছে না। মেট্রের কাজ যত এগোচ্ছে, দেখা দিচ্ছে ফাটল। শুক্রবার সকালে ফের বেশ কয়েকটি বাড়িতে নতুন করে ফাটল দেখা দেয়। বিষয়টি নজরে আসার পরেই পুলিশের নির্দেশ, দ্রুত ফাঁকা করতে হবে এলাকা।

শুক্রবার ভোর রাতে মদন দত্ত লেনের একাধিক বাড়িতে ফাটল দেখা যায়। পরে ধরা পড়ে শুধু মদন দত্ত লেনই নয়, দুর্গা পিতুরি লেন এবং বিবি গাঙ্গুলি স্ট্রিটের প্রিন্টিং প্রেসেও ফাটল।

বউবাজার এলাকায় আতঙ্ক

মেট্রে রেল সূত্রের খবর, মেট্রোর কাজের জন্যই মদন দত্ত লেনের একাধিক বাড়িতে ফাটল ধরেছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য বিকল্প বাসস্থানের ব্যবস্থা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, ইতিমধ্যে ১৪০-১৪২ জনের মতো বাসিন্দাকে এলাকা থেকে সরানো হয়েছে। মেট্রো রেলের এই পদক্ষেপের পরেও বেশ কিছু ক্ষোভ দেখা দিয়েছে এলাকায়। স্থানীয়দের দাবি, ভবিষ্যতে ফাটল কীরূপ নেবে, তা নিয়ে আতঙ্ক রয়েই যাচ্ছে।

ক্ষতিপূরণ দেবে মেট্রোরেল

ক্ষতিগ্রস্তদের ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়া হবে, বলে জানিয়েছে কেএমআরসিএল। জানা গেছে, যাঁদের বাড়ি ১০০ বর্গফুটের মধ্যে তাঁদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। ১০০ বর্গ ফুটের বেশি হলে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেবে কেএমআরসিএল।

আরও পড়ুন: আসতে চলেছে সাইক্লোন , কি বলছেন আবহাওয়াবিদরা ?

মেট্রো আধিকারিকরা ঘটনাস্থলে এলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কাউন্সিলর বিশ্বরূপ দে মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘‘ভোররাতে ফাটল ধরলেও মেট্রো কর্তৃপক্ষের তরফ কোনও বিশেষজ্ঞকে দেখতে পাওয়া যায়নি। যাঁরা এসেছেন তাঁরা বিশেষজ্ঞ নন, আধিকারিক।”

নক্সা বদলানোর জন্যই এই বিপত্তি?

এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রোর রুট ঘুরিয়ে দেওয়ার কারণেই এই সব হচ্ছে। রাজনীতির স্বার্থেই মেট্রোর রুট ঘোরানো হয়েছে, বলে অভিযোগ দিলীপের।