ক্রেডিট কার্ড-ডেবিট কার্ড ব্যবহার করেন! আগামী মাসেই বদলে যাবে নিয়ম

নিউজ ডেস্ক: ডিজিটাল ইন্ডিয়া। পকেটে টাকা রাখা এখন অতীত। শপিং মল, রেস্টুরেন্ট সবকিছুই এখন ঢুকে পড়েছে ক্যাশলেশ মোডে। ২০১৮ সালের পর থেকেই একধাক্কায় বেড়ে গেছে ক্রেডিট কার্ড-ডেবি ট কার্ডের ব্যবহার। আর তার সঙ্গেই ক্রমাগত বাড়ছে প্রতারণার ফাঁদও। এই পরিস্থিতিতে ক্রেডিট কার্ড-ডেবিট কার্ডের ব্যবহারের নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে আরবিআই। ১ অক্টোবর থেকে এই পরিবর্তন চালুর নির্দেশ জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক। ক্রেডিট কার্ড-ডেবিট কার্ডের ব্যবহারের নিয়মে পরিবর্তনের পর নিরাপত্তা বৃদ্ধি পাবে বলে দাবি আরবিআইয়ের।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নির্দেশ জারি করে জানানো হয়েছে, ১ অক্টোবর থেকে কার্ড-অন-ফাইল টোকেনাইজেশন (COF) নিয়ম আসতে চলেছে। টোকেনাইজেশন সিস্টেমে পরিবর্তনের পরে, কার্ডহোল্ডাররা আরও সুবিধা এবং নিরাপত্তা পাবেন। গত কয়েকদিন ধরে ক্রেডিট-ডেবিট কার্ড সংক্রান্ত প্রতারণার বেশ কিছু খবর প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে নতুন নিয়ম কার্যকর হওয়ার পর গ্রাহকরা অনলাইন, পয়েন্ট অফ সেল (পিওএস) বা অ্যাপে ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে লেনদেন করলে, তার বিশদ বিবরণ এনক্রিপ্ট কোডে সংরক্ষণ হবে বলে দাবি আরবিআইয়ের।

আরও পড়ুন: প্রশাসনিক বৈঠক মমতার: চা-বিস্কুট, ঘুগনি থেকে তেলেভাজার ব্যবসা করার পরামর্শ মুখ্যমন্ত্রীর

নতুন সিস্টেমের অধীনে, ডেবিট এবং ক্রেডিট কার্ডগুলির সম্পূর্ণ ডেটা ‘টোকেনে’ রূপান্তরিত হবে। এটি একটি ডিভাইসে কার্ডের সমস্ত তথ্য লুকিয়ে রাখবে। কার্ডহোল্ডাররা টোকেন ব্যাঙ্কে অনুরোধ করে, কার্ডটিকে টোকেনে রূপান্তর করতে পারবে। তবে কার্ড টোকেনাইজ করার জন্য কার্ডধারীকে কোনো ফি দিতে হবে না। ক্রেডিট কার্ড-ডেবিট কার্ড হোল্ডাররা যদি নিজেদের কার্ড, একটি টোকেনে রূপান্তর করেন, তাহলে তাদের কার্ডের তথ্য যেকোনো শপিং ওয়েবসাইট বা ই-কমার্স ওয়েবসাইটের টোকেনে সংরক্ষণ করা যেতে পারে। এই নিয়ম চালু হওয়ার পর, প্রতারণার মাত্রা কমে যাবে বলে আশা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের।

আরও পড়ুন: নির্বাচন এড়িয়ে সভাপতি পদে মনোনয়ন চাইছেন গান্ধীরা! দলেই উঠছে প্রশ্ন