স্পোর্টস ডেস্ক: পুরোনো ক্লাবের সতীর্থর হাতে ঘুষি খেতে হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। সৌদি আরবে একটি প্রীতি ম্যাচে নেইমার-মেসি-এমবাপের প্যারিস সাঁ জাঁর মুখোমুখি হয়েছিল রোনাল্ডোর সৌদি (রিয়াধ) অলস্টার। অভিষেক ম্যাচে রোনাল্ডো ২ গোল করলেন। তবে শেষ পর্যন্ত তাঁকে তাঁর চিরপ্রতিদ্বন্দীর কাছে হেরে যেতে হল। তবে জেতা-হারা বাদ দিয়ে মরুদেশে এই প্রদর্শনী ম্যাচ সাক্ষী থাকল ৯টি গোলের। এবং সাক্ষী থাকল পুরোনো ক্লাবের সতীর্থর হাতে ঘুষি খাওয়ার পরও একজন খেলোয়াড়ের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের।
পিএসজির গোলকিপার কেলর নাভাসের ঘুষি খেতে হল রোনাল্ডোকে। যদিও ঘটনাটি ইচ্ছাকৃত নয়। বল বাঁচাতে গিয়ে রোনাল্ডোর মুখেই ঘুষি মারেন নাভাস। এক সময় রিয়াল মাদ্রিদের হয়ে একসঙ্গে খেলতেন তাঁরা। সেই নাভাসের ঘুষিতে চোখের নীচ ফুলে যায় রোনাল্ডোর। সেই নিয়েই ম্যাচ খেলেন তিনি। শুধু খেলায় নয়, রীতিমত সেই চেনা ছন্দে খেললেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যদিও, ঘুষি খেলেও নাভাসের সঙ্গে মজা করতে দেখা যায় রোনাল্ডোকে।
২০২২ সালের শুরুতে আয়োজন হওয়ার কথা ছিল প্যারিস সাঁ জাঁ বনাম সৌদি অলস্টার একাদশের মধ্যেকার ম্যাচ। কিন্তু করোনার কারণেই তা পিছিয়ে যায়। ২০২২ সালেই এলএমটেন যোগ দেন পিএসজি-তে। আর বিশ্বকাপের পর আল নাসেরে যোগ দেন সিআরসেভেন। এই ঘটনার পর ২০২৩ সালের শুরুতেই ২০২২-র পিছিয়ে যাওয়া ম্যাচটা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ দুই তারকাকে একে অপরের বিরুদ্ধে খেলতে দেখার সুযোগ নিয়ে তৎপর সকলেই। ১৯ জানুয়ারি মুখোমুখি হল দুই দল। সৌদি আরবের আল নাসের ও আল হিলালের সংযুক্ত একাদশের নেতা ছিলেন বিতর্কের আরেক নাম রোনাল্ডো। এটাই সৌদির মাটিতে তাঁর প্রথম ম্যাচ ছিল আর এখানেই নজর কাড়লেন তিনি। ম্যাচে সবচেয়ে বেশি ২ টো গোল করে ম্যাচের সেরা হন রোনাল্ডো। তবে, তার পাশাপাশি গোল করেছেন মেসি, এমবাপেও। এদিকে, পেনাল্টি পেয়েও গল করতে পারেননি নেমার। তাঁর শট আটকে দেন অলস্টারের গোলরক্ষক মহম্মদ আল ওয়েসিস।
Leave a Reply