ইউএনলাইভ স্পোর্টস ডেস্ক: একসময় স্প্যানিশ ফুটবলে রাজ করেছেন তাঁরা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-লিয়নেল মেসি। সেই সময়েই মেসির বেতন নিয়ে রীতিমত হিংসা করতেন রোনাল্ডো। এমনটাই জানা যাচ্ছে, স্প্যানিশ মিডিয়া আউটলেট এল মুন্দো-র প্রতিবেদনে।
স্প্যানিশ মিডিয়া আউটলেটের মতে, মেসির বেতন নিয়ে সিআরসেভেন এতটাই মজে ছিলেন যে সেই সময়ের বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তামিউকে এক অনুষ্ঠানে রোনাল্ডো এই নিয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করেন। পর্তুগালের তারকা সরাসরি বার্তামিউকে জিজ্ঞাসা করেন, কত টাকা মেসিকে বেতন দেওয়া হচ্ছে। শুনে বার্তামিউ বলেন, “আমি তোমাকে জানাতে পারব না। তবে রিয়েল তোমাকে যা দিচ্ছে, তাঁর দ্বিগুন আমরা মেসিকে বেতন দিচ্ছি”, এমনটাই জানিয়েছে স্প্যানিশ মিডিয়া আউটলেট।
এই ঘটনার কিছুদিন পরেই রোনাল্ডো রিয়েল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে চলে যান, রেকর্ড ১০০ মিলিয়ন পাউন্ড চুক্তিতে। তারপর ২০২১ সালে সিআরসেভেন আবার ফায়ার আসেন তাঁর পুরোনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে । এরপর পিয়ার্স মর্গ্যানের বিতর্কিত সাক্ষাৎকার পর্বের জন্য ম্যান ইউ তাঁর সঙ্গে চুক্তি বাতিল করতে বাধ্য হয়। বর্তমানে তিনি সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরে সই করেছেন। আল নাসেরে সই করার পরেই জানা গিয়েছে, তাঁর দীর্ঘদিনের বন্ধু এবং এজেন্ট জর্জে মেন্ডেজের সঙ্গেও সম্পর্ক খারাপ হয়েছে তাঁর।
ইএসপিএন সূত্রে বলা হয়, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর রোনাল্ডো কোনও হেভিওয়েট ইউরোপীয় ক্লাবে সই করতে চেয়েছিলেন। আল নাসেরের বিশাল চুক্তির অফার থাকলেও রোনাল্ডো রিয়েল, বায়ার্নের মত হেভিওয়েট ক্লাবে যেতে চেয়েছিলেন। তবে এক্ষেত্রে রোনাল্ডোকে নিতে রাজি হয়নি কোনও ইউরোপীয় ক্লাব-ই। আল নাসেরকে ‘হ্যাঁ’ বলার আগে মহাতারকা ৪০ দিন পর্যন্ত অপেক্ষা করেন। অবশেষে একপ্রকার নিরুপায় হয়ে তিনি সই করেন সৌদির ক্লাবে।
Leave a Reply