progoti publishers

রমরমিয়ে ক্রেতার ভিড় বইমেলার প্রগতি পাবলিশার্সে

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: কলকাতা বইমেলা এক আন্তর্জাতিক অনুষ্ঠান। শহর থেকে শহরের বাইরে সব বইপ্রেমীদের এই কয়েকটা দিন নতুন বইয়ের গন্ধেই কেটে যায়। অনেকে বলেন দুর্গাপুজোর থেকে কম কিছু নয় এই বইমেলা। এবারের বইমেলায় প্রগতি পাবলিশার্স যুক্ত করেছে নতুন পাখনা।

progoti publishers

বইতে নতুনত্ব। বইয়ের স্বদবদল। বইতে নবজাগরণ। এসব ভাবনা শুধুমাত্র প্রগতি পাবলিশার্স এর। গল্প শুধু গল্পই নয়, গল্পও একটা সিনেমার মত। তাকে দেখতে চাইলে দেখাও যায়। তাই বইতে কীভাবে ডিজাইন বদলানো যায় এই নিয়ে ভাবনা শুরু করে প্রগতি পাবলিশার্স।

progoti publishers

২০০১ সাল থেকে এই বই প্রকাশের যাত্রাটা তাদের শুরু হয়েছিল। নতুনত্বের কথা ভাবতে গিয়ে তারাই আবিষ্কার করল পপ আপ বই, ডাই কাট বই। এবারের বইমেলার শিশুপ্রাঙ্গণ প্রগতির স্টল। এই স্টলে লেগেই রয়েছে ক্রেতাদের ভিড়। তাদের স্বপ্ন ছিল, শিশুরা ডিজিটাল দুনিয়া থেকে বেরিয়ে এসে বইমুখী হয়ে উঠবে। সেই প্রয়াসেই কলকাতা বইমেলায় তাদের স্টল শিশুদের জন্য।

progoti publishers

প্রগতির স্টলে শুধু বইয়ের সম্ভার, কেনা বেচাই নয়। রয়েছে আকর্ষণীয় অফারও। ৩০০ টাকার উপর বইয়ে থাকছে ৩০ শতাংশ ছাড়। প্রগতি পাবলিশার্স এইভাবেই পৌঁছে যাচ্ছে হাজার হাজার বইপ্রেমীদের কাছে। এনে দিচ্ছে বইতে এক নতুন যুগ।

progoti publishers