Sreebhumi

Durga Puja 2024: শ্রীভূমিতে জনস্রোত, মহালয়াতেই দর্শনার্থীদের ভিড় অভাবনীয়

ইউ এন লাইভ নিউজ: মাতৃপক্ষ শুরু হয়ে গিয়েছে ২ অক্টোবর অর্থাৎ বুধবার থেকে। ঠাকুর দেখার জন্য রাস্তায় বেরিয়ে পড়েছে মানুষজন। এখনও অনেকেরই পুজোর কেনাকাটিই শেষ হয়নি। কিন্তু তাও বুধবার রাতে শ্রীভূমির ছবি ছিল একটু অন্যরকম। বুধবার অর্থাৎ মহালয়ার দিন থেকেই জনস্রোত দেখা গেল শ্রীভূমির পুজো মণ্ডপে। মহালয়ার দিন থেকেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে এই পুজো মণ্ডপ। কাতারে কাতারে মানুষের ভিড় জমে। সপ্তমী, অষ্টমীতে ভিড়ের রেকর্ড ছাপিয়ে যেতে পারে বলে অনুমান পুজোর উদ্যোক্তাদের।

এ বার শ্রীভূমি পুজোর থিম অন্ধ্রপ্রদেশের তিরুপতি বেঙ্কটেশ্বর মন্দির। পুজো মণ্ডপের সামনে গিয়ে দাঁড়ালে এক লহমায় পৌঁছে যাবেন দক্ষিণ ভারতে। সূক্ষ্ম কারুকার্যের সম্ভার মণ্ডপ জুড়ে। সঙ্গে চোখ ধাঁধানো আলোকসজ্জা। বুধবার রাতে এক দর্শনার্থী বলেন, ‘পরিবার নিয়ে ঠাকুর দেখতে এসেছিলাম। ভেবেছিলাম ফাঁকায় ফাঁকায় দেখে নেব। কিন্তু, এসে তো দেখছি অষ্টমীর মতো ভিড়।’ অন্য এক দর্শনার্থীর কথায়, ‘আজকেই এত ভিড় হবে ভাবতে পারিনি।’

মহালয়ার দিন সল্টলেকের এফডি ব্লক সর্বজনীন পুজোরও ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। গঙ্গার মহিমান্বিত যাত্রাকে তুলে ধরা হয়েছে মণ্ডপের থিমে। মহালয়ার দিন উদ্বোধন হয়েছে নিউটাউন সর্বজনীন পুজোরও। নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ১০৮ জন মহিলাকে দিয়ে এই পুজোর উদ্বোধন করা হয়। অভিনব ‘মৃচ্ছকটিক’ থিমে সেজে উঠেছে এ বারের মণ্ডপ। এই পুজোগুলিতেও কমবেশি ভিড় লক্ষ্য করা যায়।