Cruise Service in Kolkata: বছর শেষে ছুটি কাটান বিলাসবহুল লঞ্চে, জানুন খরচ

নিউজ ডেস্ক: দীর্ঘ দুবছর লকডাউনে জেরবার থাকার পর মন মুক্তির স্বাদ পেতে উৎসুক সবাই। ক্রিসমাস এবং নববর্ষের ছুটি উপলক্ষ্যে প্রত্যেকবছরেই তিলোত্তমার রাস্তায় নামে বহু মানুষের ঢল। এবার কলকাতায় গঙ্গার উপর অতন্ত্য কম খরচে সুসজ্জিত ক্রুজে করে শহরের প্রতিটি ঐতিহাসিক ঘাট ঘুরে দেখতে পারবেন পর্যটকরা।

কী কী দেখা যাবে এই যাত্রাপথে?

দেখা যাবে চাঁদপাল ঘাট, আর্মেনিয়ান ঘাট, বিবাদি বাগ স্টেশন, নিমতলা ঘাট মহাশ্মশান, ভূতনাথ ও শ্মশান কালীর মন্দির, সারদা মায়ের স্মৃতি বিজড়িত মায়ের ঘাট। অর্থাৎ ইতিহাস যেন ধরা দেবে আপনার হাতের মুঠোয়। ‘গ্যাঙ্গেজ রিভার হেরিটেজ ক্রুজ’ পরিষেবা শুরু করছে পরিবহন দফতর। মিলিনিয়াম পার্ক জেটি থেকে লঞ্চযাত্রা শুরু ও শেষ হবে। মাথাপিছু মাত্র ৩৯ টাকায় পাওয়া যাবে এই সুযোগ। সপ্তাহে ৭ দিনই চালু থাকবে এই পরিষেবা।

জানা গিয়েছে, সোম থেকে শুক্রবার বিকেল ৪ টে ও সন্ধ্যা ৬ টা অর্থাৎ দিনে দুবার, এবং শনি ও রবিবার ছুটির দিন হওয়ায় দুপুর ১২ টা, দুপুর ২ টো, বিকেল ৪ টে ও সন্ধ্যা ৬টা-অর্থাৎ চারবার করে হবে এই লঞ্চযাত্রা। আর গোটা যাত্রাপথেই লঞ্চে গুনগুনিয়ে বাজবে রবীন্দ্র সংগীত।

পাশাপাশি, শীতাতপ নিয়ন্ত্রিত ক্রুজ পরিষেবাও চালু হয়েছে কলকাতায়। এই পরিষেবাও জনসাধারণের সাধ্যের মধ্যে। মাথাপিছু মাত্র ১৯৫ টাকার টিকিট কেটেই এই এসি লঞ্চে চেপে গঙ্গার বুকে ঘোরা যাবে। ২০ আসন বিশিষ্ট এই লঞ্চটিতে এসি কেবিন ছাড়াও রয়েছে খাওয়া দাওয়া সহ বিনোদনের নানা ধরনের ব্যবস্থা। লঞ্চটি তৈরি হয়েছে রাজ্য সরকারি সংস্থা শালিমার ওয়ার্কসে।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *