Bangladesh

Bangladesh: প্রত্যাহার হয়েছে কারফিউ, খুলছে স্কুল-কলেজ, স্বাভাবিক ছন্দে ফিরছে বাংলাদেশ?

ইউ এন লাইভ নিউজ: বাংলাদেশের পড়ুয়াদের আন্দোলনের জেরে পদত্যাগ করেছেন শেখ হাসিনা এবং সেই সাথেই ওপার বাংলা ছেড়ে কপ্টারে করে নিরাপদ স্থানে চলে গিয়েছেন। এই ঘটনার পর একটা গোটা দিন পার হয়ে গিয়েছে সেইসাথে মঙ্গলবার খানিকটা শান্ত হওয়ার পথেই বাংলাদেশ। মঙ্গলবার সকাল ৬ টায় কারফিউ প্রত্যাহার করা হয়েছে। খুলেছে স্কুল-কলেজও যদিও এখনই চালু হচ্ছে না পঠন-পাঠন। এদিকে আবার সোমবার থানায় থানায় হামলা চালানোরও অভিযোগ উঠেছে। যার জেরে এনায়েতপুরে আক্রান্ত হয়েছেন ১৪ জন পুলিশ কর্মী। একনাগাড়ে আক্রমণের জেরে পুলিশ শূন্য হয়ে পড়েছে একাধিক থানা। সোমবার সারাদিনই রীতিমতো উত্তাল ছিল বাংলাদেশ। কোথাও রক্ত ঝরেছে, কোথাও মৃত্যু হয়েছে এছাড়াও গণভবনে তাণ্ডবের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন এলাকাকে রীতিমতো জ্বলতে দেখা গিয়েছে।

সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পরেও অশান্ত ওপার বাংলা। সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে সাংসদ শফিকুল ইসলামের বাড়ি থেকে তিনজনের দেহ মিলেছে কারণ তাঁর বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ কর্মীদের আক্রমণের পাশাপাশি বন্দিদের ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে স্কুল-কলেজ খুললেও পঠন-পাঠন এখনই শুরু হবে না যদিও অফিস-আদালত খুলেছে। সকাল থেকে বিভিন্ন এলাকায় খোলা রয়েছে ব্যাঙ্কও। সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকে ওপার বাংলায় নতুন করে কোনও অশান্তি তৈরি হয়নি। প্রসঙ্গত, হাসিনা সরকারের পতনের পর আন্দোলনকারী পড়ুয়ারা সাফ জানিয়েছেন, তাঁরা সেনাশাসন মানবেন না। তাঁরা চান, নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হোক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার ঘোষণা হতে পারে নতুন সরকার।