নিউজ ডেস্ক: রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানেও বিতর্ক পিছু ছাড়ল না। বুধবার বাংলার স্থায়ি রাজ্যপাল হিসেবে শপথ নিলেন সি ভি আনন্দ বোস। তাঁকে শপথ বাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অন্যান্য মন্ত্রীরা। উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধি ও তাঁর স্ত্রী। তবে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী।
রাজভবনে রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করে থাকেন রাজ্যের মুখ্যসচিব। বুধবার রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী আমন্ত্রণ জানিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু প্রথমে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা জানালেও পরে তিনি আসেননি।
এদিন নতুন রাজ্যপালকে টুইটে অভিনন্দন জানিয়ে, বিরোধী দল নেতার অভিযোগ, ‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ’ করার জন্যই তাঁকে ‘অপমান’ করা হয়েছে। এই বিষয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টও করেন। তারপরেই তাঁকে কড়া ভাষায় জবাব দিয়েছে তৃণমূলের মুখপত্র কুণাল ঘোষ।
আরও পড়ুন: রাজ্য এলেন নতুন রাজ্যপাল, শপথ নেবেন বুধবার
শুভেন্দুর বিরুদ্ধে টুইটারে কুণাল ঘোষ লেখেন, ‘‘রাজ্যপালের শপথে নেই। টুইটে অসৌজন্য ও মিথ্যাচার শুভেন্দুর। যে সরকার ও দলে ও মন্ত্রী, সাংসদ, অজস্র পদাধিকারী ছিল, তার বিরুদ্ধে কুৎসা, নাটক করছে শুধু নিজেকে সিবিআই, ইডির থেকে বাঁচাতে। সিবিআইয়ের এফআইআরে নাম থাকা চোর, তোলাবাজ, ব্ল্যাকমেলার শুভেন্দু সম্পর্কে সব তথ্য রাজ্যপালকে যথাসময়ে দেওয়া হবে।’’
Leave a Reply